গাছ কাটার ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা কলমাকান্দায়
- আপডেট সময় : ০৫:১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
- / 898
শেখ শামীম, কলমাকান্দা (নেত্রকোণা)
নেত্রকোণার কলমাকান্দায় সরকারি সড়কের গাছ কাটার অভিযোগে শিক্ষক সুমনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন বন বিভাগের কর্মকর্তা রতীন্দ্র কিশোর রায়।
সোমবার (৩১ আগস্ট ) রাতে মামলাটি কলমাকান্দা থানায় রেকর্ডভুক্ত করা হয়। ওই মামলায় শিক্ষক আনোয়ার হোসেন সুমন, রানা মিয়া,শরীফ মিয়া, মোজাফর হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।অভিযুক্তদের বাড়ী হচ্ছে লেঙ্গুরা ইউনিয়নের একই গ্রামের উদাপাড়ায়।
মামলা হওয়ার পর থেকে ওই শিক্ষকসহ অভিযুক্তরা পলাতক রয়েছেন এবং তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোণার কলমাকান্দায় বিদ্যুতের লাইন নেয়ার অজু হাতে রাতের আধারে সড়কের দুই পাশের ২৭টি আকাশী গাছ কর্তন করা হয়। গত রোববার সন্ধ্যায় ইউএনও মো. সোহেল রানার নির্দেশে কর্তনকৃত গাছ গুলো জব্দ করে থানায় প্রেরণ করেন ভূমি উপ-সহকারি কর্মকর্তা (নায়েব) মো. আল আমিন। উপজেলার লেংগুরা ইউনিয়নের সীমান্তবর্তী লেংগুরা-সাত শহীদ সমাধিস্থল সড়কের ফুলবাড়িয়া বাজার ও মোমেনের টিলা সংলগ্ন এলাকায় গাছগুলো কর্তন করা হয়েছে। গাছ কর্তনকৃতদের দাবী গাছগুলো তাদের নিজস্ব জায়গায় । আর স্থানীয়রা জানায় এগুলো সরকারি সড়কের গাছ।




















