গত ২৪ ঘণ্টায় সৌদিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৯জন
- আপডেট সময় : ০৮:১৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০
- / 1517
গত ২৪ ঘণ্টায় সৌদিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৯জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ১২০৩জন। মারা গিয়েছেন ১জন। সর্বমোট মৃতের সংখ্যা ৪জন।
নতুন আক্রান্তদের মধ্যে রিয়াদে ৪১ জন, মক্কায়, ১২জন মদিনায় ৬ জন, কাতিফ ১২ জন, জেদ্দায় ১৮ জন, তাবুক, ৩জন, আবহা, ১জন, খামিজ মোশায়েদ, ৩জন, চাইহাদ, ১জন, খোবার, ১জন, হুফফে, ১জন বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার থেকে সৌদি আরবের রিয়াদ, মক্কা এবং মদীনায় বিকাল ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত্য কারফিউ জারি করেছিলো দেশটির সরকার, তবে ২৮ মার্চ শনিবার ভোর হতে মদিনার বিশেষ কিছু এলাকায় (২৪ ঘণ্টা) লক ডাউনের নির্দেশনা জারি করেছে প্রশাসন। এই এলাকাগুলো হলো -আল শুরাইবাত-বনী যুফার-কুরবান-আল জুময়া-আল ইসকান-বানী খুদরা। এইসব এলাকা হতে বের হওয়া বা এই এলাকা সমূহে প্রবেশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
তবে একান্ত জরুরী চিকিৎসা সেবা ও জরুরী খাদ্যদ্রব্য কেনাকাটার জন্য এই এলাকার ভেতরে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে বের হওয়া যাবে।

























