ঢাকা ১২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে হামলা: নিহত ৬ বাংলাদেশি বিএনপি থেকে তিন দফা বহিষ্কৃত আখতারুজ্জামানকে দলে নিল জামায়াত তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক: ‘ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার নামিয়েছে মাঠে’ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা হাদিকে গুলি: প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ, ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার রিকশায় থাকা হাদিকে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি হাদির মাথা ফুঁড়ে গুলি বেরিয়ে গেছে, ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ারে স্থানান্তর তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন, জানালেন মির্জা ফখরুল ধানমন্ডি এলাকায় স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ ঢাকা-৮ আসনের প্রার্থীকে প্রকাশ্যে গুলি, নির্বাচনী পরিবেশ বানচালের ‘নীলনকশা’ বলছে বিএনপি

কারী শিল্পের মূল্য সংযোজন কর ৫% করার দাবী করেছে বিসিএ
চ্যান্সেলর রিশি সোনাক এমপিকে স্মারকলিপি  

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৩:৫৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
  • / 1726
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনা পেনডামিক সময়ে ব্রিটেনের কারী শিল্প অত্যন্ত সংকটময় সময় পার করছে। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকে করোনা সময়ের অত্যন্ত কঠিন সময়ে ব্রিটেনের কারী শিল্প শিল্পকে বাচিয়ে রাখতে চ্যান্সেলর রিশি সোনাক এমপিকে বর্তমান  মূল্য সংযোজন কর  ২০% এর স্থলে ৫% করার দাবী জানিয়েছেন।

কারী শিল্পের  প্রতিনিধিত্বকারী সংগঠন বিসিএ  গত মার্চ মাস থেকে সরকারের জরুরী ব্যাবস্থাপনার বিশেষ প্যাকেজের জন্য ধন্যবাদ জানিয়ে বলেছে- কোভিড নাইটিং এ চলমান পরিস্থিতিতে কারী শিল্প দিন দিন অন্ধকারের দিকে যাচ্ছে। এবং এরকম চলতে থাকলে  কারি ইন্ড্রাষ্টি অস্থিত্ব সংকটে পড়বে।

ব্রিটেনের বাণিজ্যিক খাতে কারী ইন্ড্রাষ্টির অবস্থান ষষ্ঠ। এবং জাতীয় অর্থনীতিতে বাৎসরিক ৪.২ বিলিয়ন এর বেশী রাজস্ব আয়ের অবদান রাখছে।

প্রায় ১২হাজার রেষ্টুরেন্ট ও টেকওয়ের প্রতিনিধিত্বকারী সংগঠন বিসিএ এক স্বারকলিপিতে চ্যান্সেলর রিশি সোনাক এমপিকে   জানিয়েছে-  বর্তমান করোনা পরিস্থিতিতে বেশীরভাগ রেষ্টুরেন্ট খোলা সম্ভব হবে না। ফলে রেষ্টুরেন্ট মালিক, স্টাফ ও এই শিল্প সংশ্লিষ্টদের মারাত্নক  অর্থনৈতিক সমস্যায় আগামী দিনগুলো  পার করতে হবে।

এই  ইন্ড্রাষ্ট্রির সাথে প্রত্যক্ষভাবে জড়িত আছেন এক লক্ষ মানুষ। কর্মহীন  লক্ষ ষ্টাফদের জীবিকা বন্ধ হলে  আরও কয়েক লাখ পরিবারও পড়বে বিরাট অর্থনৈতিক সংকটে।

চ্যান্সেলর রিশি সোনাক এমপিকে  লিখিত স্বারকলিপিতে উল্লেখ করা হয়েছে-   করোনা মহামারি সময়ে সার্বিক বিচেনায় ইতিমধ্যে জার্মানী তাদের কারী ইন্ড্রাষ্ট্রির কর ১৯% থেকে কমিয়ে ৭% করেছে।

বিসিএ মনে করে- ব্রিটেনের চলমান ব্যাবসা বাণিজ্যের মধ্যে অন্যতম ক্ষতির সম্মুখীন হচ্ছে  রেষ্টুরেন্ট খাত। এই সংকট সময়ে কারী শিল্পের মূল্য সংযোজন কর বর্তমান ২০% এর স্থলে ৫% করলে কারী ইন্ড্রাষ্টি  মন্দা কাটিয়ে উঠতে সহায়তা করবে। পাশাপাশি করোনা মহামারী সময়ে রেষ্টুরেন্ট ব্যাবসা চালু রাখতে অনুপ্রানীত হবেন। যা সার্বিকভাবে ব্রিটেনের অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতেও সহায়তা করবে বলে বিসিএ বিশ্বাস করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কারী শিল্পের মূল্য সংযোজন কর ৫% করার দাবী করেছে বিসিএ
চ্যান্সেলর রিশি সোনাক এমপিকে স্মারকলিপি  

আপডেট সময় : ০৩:৫৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০

করোনা পেনডামিক সময়ে ব্রিটেনের কারী শিল্প অত্যন্ত সংকটময় সময় পার করছে। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকে করোনা সময়ের অত্যন্ত কঠিন সময়ে ব্রিটেনের কারী শিল্প শিল্পকে বাচিয়ে রাখতে চ্যান্সেলর রিশি সোনাক এমপিকে বর্তমান  মূল্য সংযোজন কর  ২০% এর স্থলে ৫% করার দাবী জানিয়েছেন।

কারী শিল্পের  প্রতিনিধিত্বকারী সংগঠন বিসিএ  গত মার্চ মাস থেকে সরকারের জরুরী ব্যাবস্থাপনার বিশেষ প্যাকেজের জন্য ধন্যবাদ জানিয়ে বলেছে- কোভিড নাইটিং এ চলমান পরিস্থিতিতে কারী শিল্প দিন দিন অন্ধকারের দিকে যাচ্ছে। এবং এরকম চলতে থাকলে  কারি ইন্ড্রাষ্টি অস্থিত্ব সংকটে পড়বে।

ব্রিটেনের বাণিজ্যিক খাতে কারী ইন্ড্রাষ্টির অবস্থান ষষ্ঠ। এবং জাতীয় অর্থনীতিতে বাৎসরিক ৪.২ বিলিয়ন এর বেশী রাজস্ব আয়ের অবদান রাখছে।

প্রায় ১২হাজার রেষ্টুরেন্ট ও টেকওয়ের প্রতিনিধিত্বকারী সংগঠন বিসিএ এক স্বারকলিপিতে চ্যান্সেলর রিশি সোনাক এমপিকে   জানিয়েছে-  বর্তমান করোনা পরিস্থিতিতে বেশীরভাগ রেষ্টুরেন্ট খোলা সম্ভব হবে না। ফলে রেষ্টুরেন্ট মালিক, স্টাফ ও এই শিল্প সংশ্লিষ্টদের মারাত্নক  অর্থনৈতিক সমস্যায় আগামী দিনগুলো  পার করতে হবে।

এই  ইন্ড্রাষ্ট্রির সাথে প্রত্যক্ষভাবে জড়িত আছেন এক লক্ষ মানুষ। কর্মহীন  লক্ষ ষ্টাফদের জীবিকা বন্ধ হলে  আরও কয়েক লাখ পরিবারও পড়বে বিরাট অর্থনৈতিক সংকটে।

চ্যান্সেলর রিশি সোনাক এমপিকে  লিখিত স্বারকলিপিতে উল্লেখ করা হয়েছে-   করোনা মহামারি সময়ে সার্বিক বিচেনায় ইতিমধ্যে জার্মানী তাদের কারী ইন্ড্রাষ্ট্রির কর ১৯% থেকে কমিয়ে ৭% করেছে।

বিসিএ মনে করে- ব্রিটেনের চলমান ব্যাবসা বাণিজ্যের মধ্যে অন্যতম ক্ষতির সম্মুখীন হচ্ছে  রেষ্টুরেন্ট খাত। এই সংকট সময়ে কারী শিল্পের মূল্য সংযোজন কর বর্তমান ২০% এর স্থলে ৫% করলে কারী ইন্ড্রাষ্টি  মন্দা কাটিয়ে উঠতে সহায়তা করবে। পাশাপাশি করোনা মহামারী সময়ে রেষ্টুরেন্ট ব্যাবসা চালু রাখতে অনুপ্রানীত হবেন। যা সার্বিকভাবে ব্রিটেনের অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতেও সহায়তা করবে বলে বিসিএ বিশ্বাস করে।