এনসিপির নেতারা খুলনায়, মাদারীপুরে পদযাত্রা হয়নি
- আপডেট সময় : ০৯:৫৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / 204

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা গোপালগঞ্জে সমাবেশ করেই মাদারীপুরে সমাবেশ করার কথা ছিল। মাদারিপুরের উদ্দেশে যাত্রা শুরুও করেছিলেন তারা। কিন্তু গোপালগঞ্জের সমাবেশকে কেন্দ্র করে দিনভর উত্তেজনকরা পরিস্থিতির মধ্যে যাত্রাপথেই হামলার মুখে পড়েন । ফলে মাদারিপুরের পদযাত্রা স্থগিত করা হয়েছে। আর দলের নেতারা মাদারিপুরের বদলে গোপালগঞ্জ থেকে খুলনায় গেছেন। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে তাঁরা খুলনায় পৌঁছেছেন।
সন্ধ্যায় মাদারীপুরের পদযাত্রা ও পথসভা কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন মাদারীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ। এই জেলায় এনসিপির সমাবেশটি বিকাল ৩টায় হওয়ার কথা ছিল। এর আগে মাদারীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। বুধবার বিকালে শহরের লেকেরপাড়ে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। এ সময় গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি জানান, প্রায় ১৫০ জনের একটি দল খুলনায় পৌঁছেছে। রাতে খুলনা প্রেসক্লাবে তাদের একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এরপর রাতে তাঁরা খুলনায় অবস্থান করবেন। এর মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন, সারজিস আলম, সামান্তা শারমীন, তাসনিম জারা খুলনা সার্কট হাউসে এবং অন্য নেতারা একটি হোটেলে উঠেছেন।
উত্তেজনাপূর্ণ ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি শেষে হামলারমুখে গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যালয়ে অবস্থান নেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সেখান থেকে নেতারা সেনাবাহিনীর সাঁজোয়া যানে (এপিসি) করে সেখান থেকে বের হন। পরে তাঁরা সাঁজোয়া যানে করেই গোপালগঞ্জ ছাড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি গোপালগঞ্জে অনুষ্ঠিত সমাবেশে এনসিপি নেতারা ‘মুজিববাদের করব রচনার’ ঘোষণা দেন।


















