ঈদুল আজহার আগে সুখবর দিলেন আরব আমিরাতের প্রেসিডেন্ট
- আপডেট সময় : ০২:৫৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০
- / 1795
পবিত্র ঈদুল আজহার আগে সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমা পেয়েছেন ৫১৫ জন বন্দি। দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এই সাধারণ ক্ষমা ঘোষণা করেন।সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি-জেনারেল ড: হামাদ সাইফ আল শামসি বলেছেন যে ঈদ-উল আযহা উপলক্ষে ৫১৫ জন বন্দীকে মুক্তি দেওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহায়ান আদেশ প্রদান করেন ।
আরব নিউজ জানিয়েছে, বন্দিদের মধ্যে যারা আর্থিক কারণে মুক্তি পাচ্ছিলেন না তাদের সমস্যাও দূর করা হয়েছে। অপরাধীদের সাধারণ জীবনে ফেরাতে পবিত্র ঈদের মহিমা ছড়িয়ে দিতে আমিরাতে প্রতি বছর এভাবে ক্ষমা করা হয়।
অপরাধীরা যেন জেল থাকা ছাড়া পেয়ে সহজে স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেই সুযোগও করে দেয়া হয়। করোনার কারণে আমিরাতের প্রশাসন এবার বেশি উদারতা দেখাচ্ছে। অল্প অপরাধ করা বন্দিদের আগেই মুক্তি দেয়া হয়েছে।
আল শামসী তাঁর ঘোষণায় আরও যোগ করেন বলেন , আশা করা হচ্ছে মুক্তি পাওয়া বন্দীরা নতুন জীবন শুরু করার মাধ্যমে তারা তাদের পরিবার ও কমিউনটির উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে ।
সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও উপ রাষ্ট্রপতি এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং আবুধাবির ক্রাউন প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহায়ান, কয়েদী মুক্তির সিদ্ধান্তে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানকে অভিনন্দন জানিয়েছেন ।
এদিকে আমিরাতের আজমানেও ঈদ-উল আযহা উপলক্ষে আজমান সুপ্রিম কাউন্সিলের সদস্য এবং আজমানের শাসক শেখ হুমাইদ বিন রশিদ আল নুয়িমী আরেক ঘোষনায় আজমানে সাজাপ্রাপ্ত বন্দীদের যারা সাজাকালীন সময়ে ভাল আচরণ করেছে, এমন ৬২ জন বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

























