সংবাদ শিরোনাম :
ইলন মাস্কের ৩ সন্তানকে রবীন্দ্রনাথের বই উপহার দিলেন মোদী
৫২ বাংলা
- আপডেট সময় : ০৮:০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
- / 316

এই সাক্ষাৎপর্বে ইলন মাস্কের ৩ সন্তানকে তিনটি বই উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু সাহিত্য ‘দ্য ক্রিসেন্ট মুন’, বিষ্ণু শর্মার ‘পঞ্চতন্ত্র’, আরকে নারায়ণের লেখা নিয়ে ‘দ্য গ্রেট আরকে নারায়ণ কালেকশন’। আনন্দঘর এই মূহুর্তের ছবি নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া পেজ থেকে শেয়ার করা হয়েছে। মোদী তাঁর পোস্টে লেখেন,’ ইলন মাস্কের পরিবারের সঙ্গে এই সাক্ষাৎ এবং বিশ্বের নানান বিষয় নিয়ে কথা বলা ছিল খুবই আনন্দের।’
ছবিতে দেখা যায়, উপহার পেয়েই সঙ্গে সঙ্গে তা খুলে বইয়ের দিকে মন দিয়েছে ইলন মাস্কের তিন সন্তান। এ সময় উপস্থিত ছিলেন মাস্কের সঙ্গী শিভন জিলিস।

















