ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
 কাকরদিয়া- তেরাদল- আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আনুষ্ঠানিক যাত্রা শুরু জামায়াত আমির বললেন, গালে হাত দিয়ে বসে থাকব না, গর্জে উঠব পাঁচ লাখ অভিবাসীকে বৈধ করবে স্পেন পৃথিবীতে জালিয়াতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ: প্রধান উপদেষ্টা পুরস্কার ঘোষণা করে কী লাভ হলো? লুটের অস্ত্র অপরাধীদের হাতে, নির্বাচন ঘিরে ‘বাড়তি উদ্বেগ’ পে স্কেল নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সরকারি কর্মচারীরা যুক্তরাজ্যে ‘অতিদারিদ্র্যে’ রেকর্ডসংখ্যক মানুষ, তালিকায় বাংলাদেশিরাও ভোট দিয়ে ফেলেছেন ৪ লাখ প্রবাসী প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা ‘বেস্ট অনলাইন নিউজ রিপোর্টার ইন লন্ডন’ অ্যাওয়ার্ড পেলেন আনোয়ারুল ইসলাম অভি

ইতালিতে ‘জিহাদি উসকানি’র অভিযোগে দুই বাংলাদেশি যুবক আটক

৫২ বাংলা
  • আপডেট সময় : ০২:৫৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 410
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর পালেরমোতে ‘জিহাদ সংশ্লিষ্ট উসকানিমূলক ভিডিও’ টিকটকে প্রকাশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে দেশটির পুলিশ। আদালতের নির্দেশ থাকায় তাদের পুরো পরিচয় প্রকাশ করা হয়নি, তবে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আটককৃতরা হিমেল আহমেদ (২১) ও মুন্না তফাদার (১৮) নামে পরিচিত।

শনিবার সকালে ইতালির উপপ্রধানমন্ত্রী ও পরিবহনমন্ত্রী মাত্তেও সালভিনি এই খবর নিশ্চিত করেন। তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, “এই দেশে কোনো সন্ত্রাসীর থাকার অধিকার নেই। আদালতের নির্দেশনা অনুসারে যত দ্রুত সম্ভব তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।”

ইতালির টেলিভিশন চ্যানেল স্কাই টিজি ২৪-এর এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়, পালেরমো প্রসিকিউটর অফিসের প্রধান মাউরিজ্জিয়ো দি লুসিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, গত মার্চ ও এপ্রিল মাসে ওই দুই তরুণ ধারাবাহিকভাবে টিকটকে ধর্মীয় চরমপন্থামূলক, জিহাদ-সম্পর্কিত ও পশ্চিমা-বিরোধী ভিডিও প্রকাশ করছিলেন। ভিডিও কনটেন্টে গাজা পরিস্থিতিকে ঘিরে জিহাদি মনোভাবকে উসকে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

এছাড়া আরও জানা গেছে, তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কীভাবে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে মানুষকে ক্ষতি করা যায়, সে বিষয়ে গবেষণা করছিলেন। তাদের একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ওসামা বিন লাদেনের ছবি ও প্রচারণামূলক কনটেন্টও পাওয়া গেছে।

বর্তমানে আদালতের নির্দেশে তাদের গৃহবন্দী রাখা হয়েছে এবং হাতে পরানো হয়েছে ইলেকট্রনিক জিপিএস ট্র্যাকার।

এ বিষয়ে স্থানীয় বাংলাদেশি প্রবাসীরা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। পালেরমো পুলিশ বিভাগ জানিয়েছে, তদন্ত এখনো চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইতালিতে ‘জিহাদি উসকানি’র অভিযোগে দুই বাংলাদেশি যুবক আটক

আপডেট সময় : ০২:৫৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর পালেরমোতে ‘জিহাদ সংশ্লিষ্ট উসকানিমূলক ভিডিও’ টিকটকে প্রকাশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে দেশটির পুলিশ। আদালতের নির্দেশ থাকায় তাদের পুরো পরিচয় প্রকাশ করা হয়নি, তবে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আটককৃতরা হিমেল আহমেদ (২১) ও মুন্না তফাদার (১৮) নামে পরিচিত।

শনিবার সকালে ইতালির উপপ্রধানমন্ত্রী ও পরিবহনমন্ত্রী মাত্তেও সালভিনি এই খবর নিশ্চিত করেন। তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, “এই দেশে কোনো সন্ত্রাসীর থাকার অধিকার নেই। আদালতের নির্দেশনা অনুসারে যত দ্রুত সম্ভব তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।”

ইতালির টেলিভিশন চ্যানেল স্কাই টিজি ২৪-এর এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়, পালেরমো প্রসিকিউটর অফিসের প্রধান মাউরিজ্জিয়ো দি লুসিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, গত মার্চ ও এপ্রিল মাসে ওই দুই তরুণ ধারাবাহিকভাবে টিকটকে ধর্মীয় চরমপন্থামূলক, জিহাদ-সম্পর্কিত ও পশ্চিমা-বিরোধী ভিডিও প্রকাশ করছিলেন। ভিডিও কনটেন্টে গাজা পরিস্থিতিকে ঘিরে জিহাদি মনোভাবকে উসকে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

এছাড়া আরও জানা গেছে, তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কীভাবে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে মানুষকে ক্ষতি করা যায়, সে বিষয়ে গবেষণা করছিলেন। তাদের একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ওসামা বিন লাদেনের ছবি ও প্রচারণামূলক কনটেন্টও পাওয়া গেছে।

বর্তমানে আদালতের নির্দেশে তাদের গৃহবন্দী রাখা হয়েছে এবং হাতে পরানো হয়েছে ইলেকট্রনিক জিপিএস ট্র্যাকার।

এ বিষয়ে স্থানীয় বাংলাদেশি প্রবাসীরা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। পালেরমো পুলিশ বিভাগ জানিয়েছে, তদন্ত এখনো চলমান রয়েছে।