ইংল্যান্ডে তৃতীয় বারের মতো জাতীয় লকডাউন
- আপডেট সময় : ০৬:০৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / 1915
বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইংল্যান্ডের জন্য তৃতীয় বারের মতো একটি নতুন জাতীয় লকডাউন ঘোষণা করেছেন। নাগরিকদের ‘বাড়ীতে অবস্হান করার’ নির্দেশনা দেয়া হয়েছে, মার্চের প্রথম লকডাউন চলাকালীন যেমন দেশটির নাগরিকদের “বাড়িতে থাকতে” নির্দেশ দেয়া হয়েছিল।
আজ সোমবার ( ৪ জানুয়ারি) মধ্য রাত থেকে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত এ লকডাউন বলবৎ হলো।
প্রধানমন্ত্রী বরিস জনসন কোভিড-১৯ বিস্তারকে মোকাবেলায় “আরও পদক্ষেপ” নির্ধারণ করার জন্য সোমবার ( ৪ জানুয়ারি ) রাত ৮ টায় টেলিভিশনে বক্তব্যে এ নির্দেশনা প্রদান করেন।
আগামীকাল ( ৫ জানুয়ারি) থেকে সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। অনলাইনে চলবে শিক্ষা কার্যক্রম। বছর শেষের পরীক্ষা সামারের মতো হবে না। প্রারম্ভিক বছরের বিন্যাস করা নার্সারিগুলি উন্মুক্ত থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে না আসার জন্য বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলবে।
শুধুমাত্র অত্যাবশ্যকীয় মেডিকেলের প্রয়োজনে, খাদ্যদ্রব্য কেনা, ব্যায়াম এবং যাদের বাড়ি থেকে কাজ করার সুবিধা নেই তারাই একমাত্র ঘর থেকে বের হতে পারবে।
রেষ্টুরেন্টে ডাইনিং বন্ধ থাকবে।তবে রেষ্টুরেন্ট ও টেকওয়েগুলো ফুড ডেলিভারী দিতে পারবে।




















