আসিফ নজরুলকে ভন্ডামি ছাড়তে বললেন হাসনাত আবদুল্লাহ
- আপডেট সময় : ১২:৪৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / 196
অর্ন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ভণ্ডামি ছেড়ে নিজের দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (২৯ আগস্ট) ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে জাপা কর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের কর্মীদের দুই দফা সংঘর্ষের ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নূরের আহত হওয়ার খবর পেয়ে রাতে আসিফ নজরুল তার ফেসবুক পেজ থেকে ঘটনার নিন্দা জানিয়ে লেখেন, ‘ভিপি নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
তার পোস্টের নিচে হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেন, ` প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হইছে সেটা না করে কী কী করছেন এসবের হিসাব দিতে হবে। কে, কোথায়, কিভাবে, কোন কাজে বাধা দিছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন।‘’
হাসনাত আবদুল্লাহর এই প্রতিক্রিয়ার স্ক্রিনশর্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বিক্ষোভের মুখে আসিফ নজরুল
নুরুল হক নুরকে ঢামেকে ভর্তি করার পর তাকে দেখতে অর্ন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জরুরী বিভাগে এলে তাকে অবরুদ্ধ করে রাখেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। তারা অভিযোগ করে প্রশাসনের ব্যর্থতার কারণে নূরের আহত হওয়ার ঘটনা ঘটেছে। তারা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানান। এ সময় ‘ভুয়া,ভুয়া’, ‘পদত্যাগ চাই’ বলে শ্লোগান দিতে থাকেন।

















