সংবাদ শিরোনাম :
আরব আমিরাতে বাংলাদেশি দুটো স্কুলে এইচ এস সিতে সাফল্য
রাস আল খ্ইমায় শতভাগ পাশ, আবুধাবীতে পাশের হার ৮৬.৪৯
৫২ বাংলা
- আপডেট সময় : ০৩:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯
- / 1651
সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি দুটো শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেশটির রাজধানী আবুধাবীতে অবস্থিত শেখ যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলে ৩৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৩২ জন। বিজ্ঞান শাখায় অংশ নিয়েছে ২৮ জন, ব্যবসা শাখায় ০৯ জন। পাশের হার ৮৬.৪৯। এর মধ্যে এ প্লাস পেয়েছে ০২ জন, এ পেয়েছে ১৬ জন, এ মাইনাস ০৬ জন, বি পেয়েছে ০৪ জন, সি পেয়েছে ০৪ জন, অকুতকার্য হয়েছে ০৫ জন এবং অনুপস্থিত ছিলো ০২ জন।
এদিকে দেশটির উত্তর আমিরাত রাস আল খাইমাহতে অবস্থিত বাংলাদেশি কমিউনিটি স্কুল বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজে শতভাগ সফলতার খবর পাওয়া গেছে। এ প্লাস না থ্কলেও ১৭জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জনই পাশের খবর পাওয়া গেছে। এর মধ্যে বিজ্ঞান শাখায় অংশ নিয়েছে ৬ জন এবং বাকি ১১ জন ব্যবসা শাখায় অংশ নিয়েছিলো।


























