ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আয়ারল্যান্ডে স্টর্ম ইওইন: ১০ লাখ বাড়ি বিদ্যুৎহীন, ৯২ভাগ স্কুল বন্ধ

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৪:০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 359
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে আবহাওয়া বিভাগ আগ থেকে সতর্ক বার্তায় বলেছিল যে  স্টর্ম ইওইনের ঝড়ো বাতাসে জীবনের ঝুকি ও ব্যাপক ক্ষয় ক্ষতির আশংকা রয়েছে।

এজন্য সর্বোচ্চ সতর্কতা সহ বিপুলসংখ্যক মানুষকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল।

গার্ডিয়ান জানিয়েছে,  আয়ারল্যান্ডে স্টর্ম ইওইনের ঝড়ো বাতাসের কারণে গাছ পড়ে গাড়িতে চাপা পড়ে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি শুক্রবার সকাল ৫:৩০ মিনিটে আয়ারল্যান্ডের ডোনেগালের রাফোর ফেডিগ্লাস এলাকায় ঘটেছে।

যুক্তরাজ্যে শুক্রবারের ভোরে  অনেক শহরে ঝড়ো বাতাস ও বৃষ্টি ছিল। তবে হতাহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি। জীবন যাত্রা কিছুটা বিঘ্নিত হলেও বড় ধরণের ছন্দ পতন ঘটেনি।

স্টর্ম ইওইনের আগাম শতর্কতায় ইউকে এবং আয়ারল্যান্ডের ১০০০টির বেশী ফ্লাইট বাতিল করা হয়েছে। কারণ হিসাবে বলা হয়েছে প্রধান প্রধান রাস্তা নিরাপত্তার জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

স্কটিশ সরকার জানিয়েছে, শুক্রবার প্রায় ১০ লাখ বাড়ি ছিল বিদ্যুৎ বিহীন, রাস্তা, সেতু এবং গণপরিবহনে মারাত্মক বিঘ্নতা ঘটে,  ৯২% স্কুল বন্ধ রাখতে হয়।১ লাখ ত্রিশ হাজার ঘরে নেই খাবার পানির ব্যবস্থা।

আয়ারল্যান্ডের ইএসবি নেটওয়ার্ক এবং উত্তর আয়ারল্যান্ড ইলেকট্রিসিটি নেটওয়ার্ক বলেছে , আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। এর ফলে আর সাড়ে সাত লক্ষ  গ্রাহক এবং উত্তর আয়ারল্যান্ডে দুই লাখ তিরাশি হাজার  জন ক্ষতিগ্রস্ত হবে পারে।

গাজাবাসীকে সহায়তা নিয়ে যে মানবিক আলোর বার্তা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।। 52ʙᴀɴɢʟᴀᴛᴠ

 

নিউজটি শেয়ার করুন

আয়ারল্যান্ডে স্টর্ম ইওইন: ১০ লাখ বাড়ি বিদ্যুৎহীন, ৯২ভাগ স্কুল বন্ধ

আপডেট সময় : ০৪:০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে আবহাওয়া বিভাগ আগ থেকে সতর্ক বার্তায় বলেছিল যে  স্টর্ম ইওইনের ঝড়ো বাতাসে জীবনের ঝুকি ও ব্যাপক ক্ষয় ক্ষতির আশংকা রয়েছে।

এজন্য সর্বোচ্চ সতর্কতা সহ বিপুলসংখ্যক মানুষকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল।

গার্ডিয়ান জানিয়েছে,  আয়ারল্যান্ডে স্টর্ম ইওইনের ঝড়ো বাতাসের কারণে গাছ পড়ে গাড়িতে চাপা পড়ে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি শুক্রবার সকাল ৫:৩০ মিনিটে আয়ারল্যান্ডের ডোনেগালের রাফোর ফেডিগ্লাস এলাকায় ঘটেছে।

যুক্তরাজ্যে শুক্রবারের ভোরে  অনেক শহরে ঝড়ো বাতাস ও বৃষ্টি ছিল। তবে হতাহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি। জীবন যাত্রা কিছুটা বিঘ্নিত হলেও বড় ধরণের ছন্দ পতন ঘটেনি।

স্টর্ম ইওইনের আগাম শতর্কতায় ইউকে এবং আয়ারল্যান্ডের ১০০০টির বেশী ফ্লাইট বাতিল করা হয়েছে। কারণ হিসাবে বলা হয়েছে প্রধান প্রধান রাস্তা নিরাপত্তার জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

স্কটিশ সরকার জানিয়েছে, শুক্রবার প্রায় ১০ লাখ বাড়ি ছিল বিদ্যুৎ বিহীন, রাস্তা, সেতু এবং গণপরিবহনে মারাত্মক বিঘ্নতা ঘটে,  ৯২% স্কুল বন্ধ রাখতে হয়।১ লাখ ত্রিশ হাজার ঘরে নেই খাবার পানির ব্যবস্থা।

আয়ারল্যান্ডের ইএসবি নেটওয়ার্ক এবং উত্তর আয়ারল্যান্ড ইলেকট্রিসিটি নেটওয়ার্ক বলেছে , আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। এর ফলে আর সাড়ে সাত লক্ষ  গ্রাহক এবং উত্তর আয়ারল্যান্ডে দুই লাখ তিরাশি হাজার  জন ক্ষতিগ্রস্ত হবে পারে।

গাজাবাসীকে সহায়তা নিয়ে যে মানবিক আলোর বার্তা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।। 52ʙᴀɴɢʟᴀᴛᴠ