আমেরিকায় সুপারশপে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৩
- আপডেট সময় : ০১:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / 88
আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরের এক সুপারশপে গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশু রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, টেক্সাসের অস্টিন শহরে বিপণন প্রতিষ্ঠান ‘টার্গেট’ স্টোরের পার্কিং লটে গুলির ঘটনায় তিনজন প্রাণ হারান। এ ঘটনায় সন্দেহভাজন একজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে রিসার্চ বুলেভার্ডে অবস্থিত টার্গেট স্টোরে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে পাওয়া যায়। নিহতদের একজনের গাড়ি ছিনতাই করে পালিয়ে যায় হামলাকারী।
অস্টিন পুলিশ জানায়, ৩২ বছর বয়সী ওই সন্দেহভাজন প্রথমে টার্গেট স্টোরের পার্কিং লট থেকে একটি গাড়ি ছিনতাই করে পালান। পরে কাছাকাছি এলাকায় গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এরপর তিনি একটি গাড়ির শোরুম থেকে আরেকটি গাড়ি ছিনতাই করেন। শহরের দক্ষিণাঞ্চলে সন্দেহভাজনকে গাড়ি থেকে নেমে পালাতে দেখা যায়। এ সময় একজন স্থানীয় বাসিন্দা পুলিশে ফোন করলে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
এখনো হামলার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।


















