ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ বাংলাদেশি শিক্ষার্থী!

আমিরাত প্রবাসি বঙ্গ শিমুলের নতুন মিউজিক ভিডিও

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৬:২৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯
  • / 1695
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্গাপূজা কে সামনে রেখে আজ ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় আমিরাত প্রবাসী শিল্পী বঙ্গ শিমুলের কণ্ঠে ও স্নেহাশীষ ঘোষের লেখা, কাজী শুভর সুরে ও এম. এম. পি. রনির সংগীতে, অপরাধী খ্যাত নায়ক আনান এবং মডেল কবিতার অভিনয়ে ও খান মাহীর ভিডিও সম্পাদনায় ‘দুঃখ কুড়াইতে’ শিরোনামে নতুন মিউজিক ভিডিও আসছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে ৷

এর আগেও ইউটিউবে বঙ্গ শিমুলের ‘আদম হাওয়া’ শিরোনামে একটি ফোক গান সিডি চয়েছ থেকে এবং ‘বেশামাল’ শিরোনামে দ্রুব মিউজিক স্টেশন ও ‘এলো মা’ শিরোনামে পুজার গান লায়নিক মাল্টিমিডিয়া ব্যানার থেকে রিলিজ হয়েছে।

শিমুল একজন দুবাই প্রবাসী শিল্পী। কাজের পাশাপাশি গানের স্টেজ শো ও ইভেন্ট নিয়ে নিজেকে সব সময় ব্যস্ত রাখেন। গানের মাধ্যমে দেশী বিদেশী অনেকের মন জিতেছেন। আমিরাতে অবস্থিত একটি মিউজিক ব্যান্ড ‘পঞ্চম’-এর সদস্য তিনি। বাংলা গান বাংলা সংস্কৃতি কে বিদেশের মাটিতে তুলে ধরা এবং গানেই নাম করা তার মূল লক্ষ্য।

শিমুল এর দেশের বাড়ি ফেনী জেলায়। ছোট বেলা থেকেই গান করার শখ তাই স্কুল জীবন শেষ করে কলেজে ভর্তি হয়ে সৃষ্টি করেন একটি ব্যান্ড (রিভেল)। এর পাশা পাশি ঢাকা তে যুক্ত হন আন্ডার গ্রাউন্ড ব্যান্ড স্বদেশ এর সাথে।

বেশামাল গান করার সময় আদর করে শহীদুল্লাহ ফরাজী আর মুরাদ নূর তাকে বিদেশে বাংলা গান করছে জেনে এই বঙ্গ নামটি দেন।

সবার ভালবাসা পেলে শিমুল এভাবে একের পর এক নতুন গান দর্শক শ্রোতাদের জন্য সামনেও করে যাবে বলে জানান প্রবাসী শিল্পী বঙ্গ শিমুল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমিরাত প্রবাসি বঙ্গ শিমুলের নতুন মিউজিক ভিডিও

আপডেট সময় : ০৬:২৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯

দুর্গাপূজা কে সামনে রেখে আজ ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় আমিরাত প্রবাসী শিল্পী বঙ্গ শিমুলের কণ্ঠে ও স্নেহাশীষ ঘোষের লেখা, কাজী শুভর সুরে ও এম. এম. পি. রনির সংগীতে, অপরাধী খ্যাত নায়ক আনান এবং মডেল কবিতার অভিনয়ে ও খান মাহীর ভিডিও সম্পাদনায় ‘দুঃখ কুড়াইতে’ শিরোনামে নতুন মিউজিক ভিডিও আসছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে ৷

এর আগেও ইউটিউবে বঙ্গ শিমুলের ‘আদম হাওয়া’ শিরোনামে একটি ফোক গান সিডি চয়েছ থেকে এবং ‘বেশামাল’ শিরোনামে দ্রুব মিউজিক স্টেশন ও ‘এলো মা’ শিরোনামে পুজার গান লায়নিক মাল্টিমিডিয়া ব্যানার থেকে রিলিজ হয়েছে।

শিমুল একজন দুবাই প্রবাসী শিল্পী। কাজের পাশাপাশি গানের স্টেজ শো ও ইভেন্ট নিয়ে নিজেকে সব সময় ব্যস্ত রাখেন। গানের মাধ্যমে দেশী বিদেশী অনেকের মন জিতেছেন। আমিরাতে অবস্থিত একটি মিউজিক ব্যান্ড ‘পঞ্চম’-এর সদস্য তিনি। বাংলা গান বাংলা সংস্কৃতি কে বিদেশের মাটিতে তুলে ধরা এবং গানেই নাম করা তার মূল লক্ষ্য।

শিমুল এর দেশের বাড়ি ফেনী জেলায়। ছোট বেলা থেকেই গান করার শখ তাই স্কুল জীবন শেষ করে কলেজে ভর্তি হয়ে সৃষ্টি করেন একটি ব্যান্ড (রিভেল)। এর পাশা পাশি ঢাকা তে যুক্ত হন আন্ডার গ্রাউন্ড ব্যান্ড স্বদেশ এর সাথে।

বেশামাল গান করার সময় আদর করে শহীদুল্লাহ ফরাজী আর মুরাদ নূর তাকে বিদেশে বাংলা গান করছে জেনে এই বঙ্গ নামটি দেন।

সবার ভালবাসা পেলে শিমুল এভাবে একের পর এক নতুন গান দর্শক শ্রোতাদের জন্য সামনেও করে যাবে বলে জানান প্রবাসী শিল্পী বঙ্গ শিমুল।