আমিরাতের ভিসা অনিয়মকারীদের মধ্যে ২৫ শতাংশের বেশি বাংলাদেশি
- আপডেট সময় : ০১:০০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / 386

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীরা নতুন ভিসা পাচ্ছেন না, এর পেছনে বাংলাদেশের অভ্যন্তরের অসাধু চক্রকে দায়ী করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
সোমবার (১৬ জুন) সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি)-এর মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাঈদ আল খায়লির সঙ্গে এক বৈঠকে মিলিত হন তিনি। বৈঠক শেষে নিজের ফেসবুক পাতায় দেওয়া এক বিবৃতিতে লুৎফে সিদ্দিকী এই মন্তব্য করেন।
তিনি জানান, গত দশ বছরেরও বেশি সময় ধরে আমিরাতে ভিসা ও আবাসন সংক্রান্ত আইন ভাঙার ক্ষেত্রে বাংলাদেশিরা শীর্ষে রয়েছে।
“আমাকে জানানো হয়েছে, এখানকার মোট অনিয়মকারীদের মধ্যে ২৫ শতাংশেরও বেশি বাংলাদেশি নাগরিক।” — বলেন লুৎফে সিদ্দিকী।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন কর্মী ভিসা কার্যত বন্ধ রয়েছে। বিগত সরকার ও বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন উদ্যোগের কথা বললেও এ পর্যন্ত ভিসা জটিলতার কোনো কার্যকর সমাধান আসেনি।

















