ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ বাংলাদেশি শিক্ষার্থী!

আমিরাতের ‘ফ্রাইডে মার্কেট’ দিনরাত জেগে থাকে

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৬:৪৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮
  • / 1615
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রাইডে মার্কেট। নামের সাথেই যেন জুড়ে আছে নানা কৌতুহল। সংযুক্ত আরব আমিরাতের এই ঐতিহ্যবাহী বাজারে কেনাকাটা করার আনন্দ যেন বিশ্বের কোন বৃহত্তম মলের চেয়েও বেশি।

আরব আমিরাতের পাথরঘেরা প্রদেশ ফুজিরাহ দেখতে আশা পর্যটকদের যদি ফ্রাইডে মার্কেট দেখানো না হয়, তাহলে তাদের ফুজিরাহ দেখা ই হয় নি I তাই পর্যটকদের গাড়ি এখানে থামানো কোন আশ্চর্যের ব্যাপার না ।

বাজারটির নাম ফ্রাইডে মার্কেট হলেও এটি প্রতিদিন খোলা থাকে। ভ্রমণ পিপাসুদের জন্য এ মার্কেট রাত দিন জেগে থাকে। এমনকি রাতের মাঝামাঝি রাস্তায় ভ্রমণ করলে আপনার জন্য একটি মিষ্টি কলা বা আপেল বিক্রি করতে কেউ না কেউ জেগে থাকে এ মার্কেটে।

ফ্রাইডে মার্কেটের প্রকৃত উৎস খুবই রহস্যের চাদরে ঢাকা। কিন্তু কিছুটা লোক মুখে জানা গেছে যে কয়েক দশক আগে তিনটি আমিরাতি কৃষক মসজিদে আসতেন এবং জুম্মার নামাজের পর তারা তাদের ট্রাকগুলি আনলোড করতেন এবং রাস্তার পাশের স্টলগুলিতে তাদের চাষ করা পণ্য বিক্রি করতেন ।

ফ্রাইডে মার্কেট কে আরো সুন্দর করে তুলার অনেক নতুন-নতুন প্রদক্ষেপ নেওয়া হচ্ছে । সাম্প্রতিক বছরগুলোতে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়েছে এবং পেট্রল স্টেশন ও একটি আধুনিক স্পর্শ যোগ করেছে। ফ্রাইডে মার্কেটে এখন সময়ের সাথে, অনেক কম আমিরাতি কৃষকদের দেখা যায় l এখন বাজারে দেখা যায়, বাংলাদেশী ফল সবজি বিক্রেতা, পাকিস্তানী ও আফগানী কার্পেট বিক্রেতা, এবং ভারতীয় ও মিশরী ক্যাফেঅলাদের l রয়েছে বাংলাদেশীদের সিংহভাগ বিচরণ।

  • এই বাজারটির একটি আকর্ষণীয় দিক হচ্ছে, এখানে আপনি গাছপালা, শাক সবজি থেকে শুরু করে, অনেক ধরণের সরঞ্জাম পাবেন l মলের দেয়ালের বদ্ধ পরিবেশে যারা কেনাকাটা করা পছন্দ করেন না, তাদের জন্যে এটি বিশেষ একটি জায়গা l আপনি যদি চারপাশে তাকান তবে পাহাড় ও খামার দেখতে পাবেন যা মাটির একটি সুদৃঢ় অনুস্মারক এবং এই বাজারের অনেক সামগ্রীই সেখান থেকে এসেছে।

এই বাজারটিতে আজও আছে, দর দাম করার মজা, যা অনেক মলের ফিক্সড প্রাইসের সীলের নিচে হারিয়ে যাচ্ছে l আর এমন ঐতিহ্যবাহী কিছু স্থান কে বাঁচিয়ে রাখতে, আমাদের বার বার ছুটে যাওয়া উচিত, ফুজিরার সেই ওয়াদি গুলোতে, যেখানে এই ‘ফ্রাইডে মার্কেট’ টি অবস্থিত।

[youtube]gWnTMMDkznQ[/youtube]

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমিরাতের ‘ফ্রাইডে মার্কেট’ দিনরাত জেগে থাকে

আপডেট সময় : ০৬:৪৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮

ফ্রাইডে মার্কেট। নামের সাথেই যেন জুড়ে আছে নানা কৌতুহল। সংযুক্ত আরব আমিরাতের এই ঐতিহ্যবাহী বাজারে কেনাকাটা করার আনন্দ যেন বিশ্বের কোন বৃহত্তম মলের চেয়েও বেশি।

আরব আমিরাতের পাথরঘেরা প্রদেশ ফুজিরাহ দেখতে আশা পর্যটকদের যদি ফ্রাইডে মার্কেট দেখানো না হয়, তাহলে তাদের ফুজিরাহ দেখা ই হয় নি I তাই পর্যটকদের গাড়ি এখানে থামানো কোন আশ্চর্যের ব্যাপার না ।

বাজারটির নাম ফ্রাইডে মার্কেট হলেও এটি প্রতিদিন খোলা থাকে। ভ্রমণ পিপাসুদের জন্য এ মার্কেট রাত দিন জেগে থাকে। এমনকি রাতের মাঝামাঝি রাস্তায় ভ্রমণ করলে আপনার জন্য একটি মিষ্টি কলা বা আপেল বিক্রি করতে কেউ না কেউ জেগে থাকে এ মার্কেটে।

ফ্রাইডে মার্কেটের প্রকৃত উৎস খুবই রহস্যের চাদরে ঢাকা। কিন্তু কিছুটা লোক মুখে জানা গেছে যে কয়েক দশক আগে তিনটি আমিরাতি কৃষক মসজিদে আসতেন এবং জুম্মার নামাজের পর তারা তাদের ট্রাকগুলি আনলোড করতেন এবং রাস্তার পাশের স্টলগুলিতে তাদের চাষ করা পণ্য বিক্রি করতেন ।

ফ্রাইডে মার্কেট কে আরো সুন্দর করে তুলার অনেক নতুন-নতুন প্রদক্ষেপ নেওয়া হচ্ছে । সাম্প্রতিক বছরগুলোতে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়েছে এবং পেট্রল স্টেশন ও একটি আধুনিক স্পর্শ যোগ করেছে। ফ্রাইডে মার্কেটে এখন সময়ের সাথে, অনেক কম আমিরাতি কৃষকদের দেখা যায় l এখন বাজারে দেখা যায়, বাংলাদেশী ফল সবজি বিক্রেতা, পাকিস্তানী ও আফগানী কার্পেট বিক্রেতা, এবং ভারতীয় ও মিশরী ক্যাফেঅলাদের l রয়েছে বাংলাদেশীদের সিংহভাগ বিচরণ।

  • এই বাজারটির একটি আকর্ষণীয় দিক হচ্ছে, এখানে আপনি গাছপালা, শাক সবজি থেকে শুরু করে, অনেক ধরণের সরঞ্জাম পাবেন l মলের দেয়ালের বদ্ধ পরিবেশে যারা কেনাকাটা করা পছন্দ করেন না, তাদের জন্যে এটি বিশেষ একটি জায়গা l আপনি যদি চারপাশে তাকান তবে পাহাড় ও খামার দেখতে পাবেন যা মাটির একটি সুদৃঢ় অনুস্মারক এবং এই বাজারের অনেক সামগ্রীই সেখান থেকে এসেছে।

এই বাজারটিতে আজও আছে, দর দাম করার মজা, যা অনেক মলের ফিক্সড প্রাইসের সীলের নিচে হারিয়ে যাচ্ছে l আর এমন ঐতিহ্যবাহী কিছু স্থান কে বাঁচিয়ে রাখতে, আমাদের বার বার ছুটে যাওয়া উচিত, ফুজিরার সেই ওয়াদি গুলোতে, যেখানে এই ‘ফ্রাইডে মার্কেট’ টি অবস্থিত।

[youtube]gWnTMMDkznQ[/youtube]