ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আপটন পার্ক লন্ডনে  এস.এম সাকসেস লিমিটেড  এর শুভ যাত্রা

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৯:২৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
  • / 1111
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস.এ গ্লোবাল লিমিটেড, আপটন পার্ক (S.A Global Ltd, Upton Park)  দীর্ঘ ৬ বছর ধরে সফলতার সাথে  ইস্ট-লন্ডনের ফরেস্ট গেইট রোমফোর্ড রোডে  নতুন শাখার শুভ উদ্বোধন  করা হয়েছে । ফিতা কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন কমিউনিটির  বিশিষ্ট  ব্যক্তিত্ব, সাবেক  ডেপুটি   লিডার  উপাধ্যক্ষ রাজন উদ্দিন  জালাল।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  বিশিষ্ট ব্যবসায়ী সোনার বাংলা ট্রাভেলসের স্বত্বাধিকারী লুৎফুর রহমান সায়াদ,  সিরাজুল ইসলাম সোহেল,  কবির হোসেন সেলিম  ও শাহাবুদ্দিন আহমদ।

প্রধান অতিথি বলেন,  কমিউনিটির সেবার উদ্দেশ্য সামনে থাকলে যে কোন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে মানুষের সম্পর্ক গড়ে উঠে। তাতে  ব্যবসা প্রতিষ্ঠান ও গ্রাহক দুইপক্ষ লাভবান হতে পারে। এস.এ গ্লোবাল লিমিটেড, আপটন পার্ক শাখা তাদের সেবার মান আরও বৃদ্ধি করে কমিউনিটির  সেবা করবে বলে আমি আশা করি।                                                                                                                                                                     

এছাড়াও নতুন শাখার শুভ উদ্বোধন সময়ে  উপস্থিত ছিলেন  তাজ উদ্দীন,  ফারুক আহমদ, নুরুল ইসলাম, কবির চৌধুরী, কামাল উদ্দিন, কামরুল ইসলাম, খালেদ আহমেদ জয়, আবু ওবায়দা, কাজী খালেদ আহমদ, আফজাল হোসেন, নাহিদ আহমেদ প্রমুখ।

এস.এ গ্লোবাল লিমিটেড  এর পরিচালক  ছালাহ উদ্দিন এনাম ও এম আর চৌধুরী ফখরুল বলেছেন, আমাদের সম্মানীত কাস্টমার, বন্ধু,স্বজন ও শুভানুধ্যায়ী সকলের সহযোগিতা কামনা করছি। ব্যবসার পাশাপাশি আমাদের কমিউনিটিকে ভাল সার্ভিস দিতে আমরা  প্রতিজ্ঞ।

 

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আপটন পার্ক লন্ডনে  এস.এম সাকসেস লিমিটেড  এর শুভ যাত্রা

আপডেট সময় : ০৯:২৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০

এস.এ গ্লোবাল লিমিটেড, আপটন পার্ক (S.A Global Ltd, Upton Park)  দীর্ঘ ৬ বছর ধরে সফলতার সাথে  ইস্ট-লন্ডনের ফরেস্ট গেইট রোমফোর্ড রোডে  নতুন শাখার শুভ উদ্বোধন  করা হয়েছে । ফিতা কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন কমিউনিটির  বিশিষ্ট  ব্যক্তিত্ব, সাবেক  ডেপুটি   লিডার  উপাধ্যক্ষ রাজন উদ্দিন  জালাল।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  বিশিষ্ট ব্যবসায়ী সোনার বাংলা ট্রাভেলসের স্বত্বাধিকারী লুৎফুর রহমান সায়াদ,  সিরাজুল ইসলাম সোহেল,  কবির হোসেন সেলিম  ও শাহাবুদ্দিন আহমদ।

প্রধান অতিথি বলেন,  কমিউনিটির সেবার উদ্দেশ্য সামনে থাকলে যে কোন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে মানুষের সম্পর্ক গড়ে উঠে। তাতে  ব্যবসা প্রতিষ্ঠান ও গ্রাহক দুইপক্ষ লাভবান হতে পারে। এস.এ গ্লোবাল লিমিটেড, আপটন পার্ক শাখা তাদের সেবার মান আরও বৃদ্ধি করে কমিউনিটির  সেবা করবে বলে আমি আশা করি।                                                                                                                                                                     

এছাড়াও নতুন শাখার শুভ উদ্বোধন সময়ে  উপস্থিত ছিলেন  তাজ উদ্দীন,  ফারুক আহমদ, নুরুল ইসলাম, কবির চৌধুরী, কামাল উদ্দিন, কামরুল ইসলাম, খালেদ আহমেদ জয়, আবু ওবায়দা, কাজী খালেদ আহমদ, আফজাল হোসেন, নাহিদ আহমেদ প্রমুখ।

এস.এ গ্লোবাল লিমিটেড  এর পরিচালক  ছালাহ উদ্দিন এনাম ও এম আর চৌধুরী ফখরুল বলেছেন, আমাদের সম্মানীত কাস্টমার, বন্ধু,স্বজন ও শুভানুধ্যায়ী সকলের সহযোগিতা কামনা করছি। ব্যবসার পাশাপাশি আমাদের কমিউনিটিকে ভাল সার্ভিস দিতে আমরা  প্রতিজ্ঞ।