ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামে পারিবারিক নির্যাতনের কোনো স্থান নেই-শায়খ আব্দুল কাইয়ুম লিবিয়া থেকে ৩১০ বাংলাদেশি দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু

আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত, ৭১-এর পর দ্বিতীয়বার নিষিদ্ধ হলো

৫২ বাংলা
  • আপডেট সময় : ১১:১৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 244
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশের অর্ন্তবর্তী সরকার। শনিবার (১০ মে ২০২৫) রাত সাড়ে ৮টার কিছু পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সন্ত্রাস দমন আইনে দলটিকে নিষিদ্ধ করা হলো। পরবর্তী কর্মদিবসে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে। অভ্যুত্থানের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক দলগুলোর দাবির মুখে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৈঠক শেষে এ সব তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি জানান, বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বিচার না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের অধীনে ‘সাইবার স্পেসসহ’ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসাথে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষাকে কারণ হিসেবে তুলে ধরার কথা বলেন আইন উপদেষ্টা।

উপদেষ্টা পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। এতে আরও জানানো হয়েছে, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতা–কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতার নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ হলো। দেশের স্বাধীনতার ডাক দেওয়ার পর পাকিস্তান সরকার ১৯৭১ সালে প্রথমবার দলটিকে নিষিদ্ধ করেছিল। এবার যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দলটি আগস্ট মাসে ক্ষমতাচ্যুত হয়েছিল সেই ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলনের মুখে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এর আগে গত ২৩ অক্টোবর ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার।

তার আগে স্বাধীনতার পর মুক্তিযুদ্ধে বিরোধীতা করা জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর আগস্ট মাসে ক্ষমতাচ্যুত হওয়ার আগেও জামায়াতে ইসলামীকে দ্বিতীয়তবার নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। তা ছাড়া যে শাহবাগে জন্ম নেওয়া গণজাগরণ মঞ্চের আন্দোলনের প্রেক্ষিতে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মানবতাবাদী অপরাধের দায়ে ফাঁসি দিয়েছিলো আওয়ামী লীগ সরকার সেই শাহবাগেই এবার জড়ো হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী

প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে টানা তিনদিন ধরে রাস্তায় রয়েছে এনসিপি, জামায়াতে ইসলামীসহসহ কয়েকটি রাজনৈতিক দল। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাতভর অবস্থান এবং মিন্টো রোডের মোড়ে মঞ্চ তৈরি করে বিক্ষোভ করে ছাত্র-জনতা। পরে গতকাল শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড় অবরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা ‘শাহবাগ ব্লকেড’ অব্যাহত রাখার ঘোষণা দেয়। এরই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে রাজধানীর শাহবাগে গণজমায়েতে অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত, ৭১-এর পর দ্বিতীয়বার নিষিদ্ধ হলো

আপডেট সময় : ১১:১৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশের অর্ন্তবর্তী সরকার। শনিবার (১০ মে ২০২৫) রাত সাড়ে ৮টার কিছু পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সন্ত্রাস দমন আইনে দলটিকে নিষিদ্ধ করা হলো। পরবর্তী কর্মদিবসে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে। অভ্যুত্থানের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক দলগুলোর দাবির মুখে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৈঠক শেষে এ সব তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি জানান, বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বিচার না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের অধীনে ‘সাইবার স্পেসসহ’ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসাথে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষাকে কারণ হিসেবে তুলে ধরার কথা বলেন আইন উপদেষ্টা।

উপদেষ্টা পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। এতে আরও জানানো হয়েছে, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতা–কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতার নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ হলো। দেশের স্বাধীনতার ডাক দেওয়ার পর পাকিস্তান সরকার ১৯৭১ সালে প্রথমবার দলটিকে নিষিদ্ধ করেছিল। এবার যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দলটি আগস্ট মাসে ক্ষমতাচ্যুত হয়েছিল সেই ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলনের মুখে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এর আগে গত ২৩ অক্টোবর ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার।

তার আগে স্বাধীনতার পর মুক্তিযুদ্ধে বিরোধীতা করা জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর আগস্ট মাসে ক্ষমতাচ্যুত হওয়ার আগেও জামায়াতে ইসলামীকে দ্বিতীয়তবার নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। তা ছাড়া যে শাহবাগে জন্ম নেওয়া গণজাগরণ মঞ্চের আন্দোলনের প্রেক্ষিতে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মানবতাবাদী অপরাধের দায়ে ফাঁসি দিয়েছিলো আওয়ামী লীগ সরকার সেই শাহবাগেই এবার জড়ো হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী

প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে টানা তিনদিন ধরে রাস্তায় রয়েছে এনসিপি, জামায়াতে ইসলামীসহসহ কয়েকটি রাজনৈতিক দল। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাতভর অবস্থান এবং মিন্টো রোডের মোড়ে মঞ্চ তৈরি করে বিক্ষোভ করে ছাত্র-জনতা। পরে গতকাল শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড় অবরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা ‘শাহবাগ ব্লকেড’ অব্যাহত রাখার ঘোষণা দেয়। এরই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে রাজধানীর শাহবাগে গণজমায়েতে অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে।