অসুস্থ আব্দুল্লাহর চিকিৎসার জন্য অনুদান দিল বড়লেখা ফাউন্ডেশন ইউকে
- আপডেট সময় : ১১:৩৯:১১ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
- / 1243
১লা মে শনিবার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের গৌরনগর এলাকার অসহায় অসুস্থ আব্দুল্লাহর চিকিৎসা সহায়তার জন্য বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র পক্ষ থেকে আর্থিক অনুদান হস্থান্তর করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনগর আদর্শ যুবসংঘের সভাপতি সাইরুল ইসলাম সাজু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র শুভাকাঙ্ক্ষী শামীম আহমেদ মাষ্টার, কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের সভাপতি ও গাংকুল পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন চৌধুরী ইমন, বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র শুভাকাঙ্ক্ষী করিম মাহমুদ কারিন।
গৌরনগর আদর্শ যুবসংঘের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রহিম, আনোয়ার হোসেন,বদরুল ইসলাম, কামাল হোসেন,জয়নাল উদ্দিন,তানভীর হোসেন,কাওছার আহমদ,জাবের আহমদ,কবির আহমদ, কামিল হোসেন,জয়নুল ইসলাম প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা এনাম উদ্দিন। তিনি বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সকল দান ও মানবসেবাকে মহান আল্লাহ কবুল করে এর উত্তম প্রতিদানের জন্য প্রার্থনা করেন।
একই সাথে বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সকল দাতা শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুস্থতা ও নিরাপদ জীবন কামনা করেন।



















