৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল আমেরিকা
- আপডেট সময় : ০৪:০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / 290

আমেরিকা থেকে চার্টার্ড ফ্লাইটে ঢাকায় ফেরত এসেছেন আরও ৩৯ জন বাংলাদেশি। শনিবার (২ আগস্ট) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি।
এই দফায় ৬১ জনকে ফেরত পাঠানোর প্রাথমিত তথ্য পাওয়া গেলেও সকালে ঢাকায় এসে পৌঁছেছেন ৩৯ জন। তাঁদের সঙ্গে মানবিক আচরণ করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে, বিভিন্ন সময় আরও ১১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় দেশটি।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। শনিবার (২ আগস্ট) সকাল ৬টা ৪৫ মিনিটে শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছানোর কথা রয়েছে।
গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো শুরু করে ট্রাম্প প্রশাসন। ভারত, ব্রাজিলসহ অনেক দেশের নাগরিকদের ফেরত পাঠানো হয়। বাংলাদেশেও প্রতি মাসে কিছু মানুষকে ফিরতে হচ্ছে।


















