ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১০১ বছরের দবির চৌধুরীর সাথে ইতালী প্রবাসীরাও হাঁটবে

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৩:৩৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • / 973
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্য তথা প্রবাসী বাঙালীদের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এসের উদ্যোগে মানবিক সাহায্যে ফান্ড রেইজিং এ আগামী ২৪শে এপ্রিল শনিবার বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হবে ওয়াক উইথ দবির চাচা ক্যাম্পেইন। তারই ধারাবাহিকতায় ইতালী রাজধানী রোম সহ মিলান, ভেরনা ও বিভিন্ন শহরে ১০১ বছরের দবির চৌধুরীর সাথে হাঁটবে ইতালী প্রবাসীরাও।

এইদিন স্ব স্ব দেশের সময় দুপুর দুইটায় ১০১ বছরের মানবতাবাদী বাঙালী দবির চৌধুরীর সাথে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০ হাজার মানুষ যোগ দেবেন ‘ওয়াক উইথ দবির চাচা’ ক্যাম্পেইনে। এতে ফান্ড রেইজিং করা হবে বাংলাদেশী বিভিন্ন দাতব্য সংগঠন জন্য।

ইতালী রাজধানী রোমে, রোম প্রতিনিধি মিনহাজ হোসেনের নেতৃত্বে বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাত্তারা লারগো রাফায়েলে ভাঙ্গা দেয়াল পার্ক ছাড়াও মিলান প্রতিনিধি দলের নেতৃত্বে মিলানে এছাড়াও ভেরনাতে একই সময়ে ভিন্ন ভিন্ন গ্রুপে অনুষ্ঠিত হবে হাঁটার এই ক্যম্পেইন ‘ওয়াক উইথ দবির চাচা’।

এতে অংশ গ্রহণকারীরা দবির চৌধুরীর এই উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করে হাটবেন ১০০ মিটার করে। ওয়াক উইথ দবির চাচার সাথে একাত্মতায় ইতালী স্পটগুলোতে মহিলা ও শিশু-কিশোর এবং বাঙালী কমিউনিটির নেতৃবৃন্দরা থাকবেন।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১০১ বছরের দবির চৌধুরীর সাথে ইতালী প্রবাসীরাও হাঁটবে

আপডেট সময় : ০৩:৩৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১

যুক্তরাজ্য তথা প্রবাসী বাঙালীদের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এসের উদ্যোগে মানবিক সাহায্যে ফান্ড রেইজিং এ আগামী ২৪শে এপ্রিল শনিবার বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হবে ওয়াক উইথ দবির চাচা ক্যাম্পেইন। তারই ধারাবাহিকতায় ইতালী রাজধানী রোম সহ মিলান, ভেরনা ও বিভিন্ন শহরে ১০১ বছরের দবির চৌধুরীর সাথে হাঁটবে ইতালী প্রবাসীরাও।

এইদিন স্ব স্ব দেশের সময় দুপুর দুইটায় ১০১ বছরের মানবতাবাদী বাঙালী দবির চৌধুরীর সাথে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০ হাজার মানুষ যোগ দেবেন ‘ওয়াক উইথ দবির চাচা’ ক্যাম্পেইনে। এতে ফান্ড রেইজিং করা হবে বাংলাদেশী বিভিন্ন দাতব্য সংগঠন জন্য।

ইতালী রাজধানী রোমে, রোম প্রতিনিধি মিনহাজ হোসেনের নেতৃত্বে বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাত্তারা লারগো রাফায়েলে ভাঙ্গা দেয়াল পার্ক ছাড়াও মিলান প্রতিনিধি দলের নেতৃত্বে মিলানে এছাড়াও ভেরনাতে একই সময়ে ভিন্ন ভিন্ন গ্রুপে অনুষ্ঠিত হবে হাঁটার এই ক্যম্পেইন ‘ওয়াক উইথ দবির চাচা’।

এতে অংশ গ্রহণকারীরা দবির চৌধুরীর এই উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করে হাটবেন ১০০ মিটার করে। ওয়াক উইথ দবির চাচার সাথে একাত্মতায় ইতালী স্পটগুলোতে মহিলা ও শিশু-কিশোর এবং বাঙালী কমিউনিটির নেতৃবৃন্দরা থাকবেন।