হৃদয়ে ৭১ ফাউন্ডেশন রাজনগর উপজেলা আহবায়ক কমিটির অভিষেক ও পাঠচক্র অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৪৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮
- / 2252
হৃদয়ে ৭১ ফাউন্ডেশন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা শাখার আহবায়ক কমিটির অভিষেক অনুষ্ঠান ও মাসিক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বল।
হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বল বলেন, মুক্তিসংগ্রামের ধারক ও বাহক এই স্লোগান কে সামনে রেখে তৃণমূলের বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা জানতে ও জানাতে ফাউন্ডেশন কাজ করছে। এরই ধারাবাহিকতায় রাজনগরে হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের কার্যক্রম এর যাত্রা শুরু হলো। এই উপজেলার তরুন সমাজ মাসে একদিনও যদি পাঠচক্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস জানে ও নবীনদের জানার সুযোগ করে দেয় তাহলে আমাদের উদ্যোগ এর প্রকৃত সফলতা আসতে পারে।
নব গঠিত রাজনগর উপজেলা শাখার আহবায়ক তামান্না আক্তারের সভাপতিত্বে ও সদস্য শামীমা ইয়াসমীনের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্যে মুক্তিযোদ্ধা কামান্ডার বীর মুক্তিযোদ্ধা সজল কুমার চক্রবর্তী বলেন, আমাদের মত তৃণমূলের অবহেলিত মুক্তিযোদ্বাদের খুঁজে বের করে এভাবে কেউ সম্মানিত করেনি। তিনি বলেন হৃদয়ে ৭১ হল সত্যিকারের দেশপ্রেমিক তৈরীর পাঠশালা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা নিরন্দ্র চন্দ দে। বীর মুক্তিযোদ্ধা সুনীলদেব, হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাজ উদ্দিন তাজ, সাবেক আইন বিষয়ক সম্পাদক ছাব্বির আহমদ তালুকদার,সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহমান,সিনিয়র সদস্য এম.মাহমুদ আলী,ধর্ম সম্পাদক জাহিদুর রহমান, সিলেট সদর উপজেলার আহবায়ক আল আমিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের মো. আলী হোসেন হাফিজ শাওন আহমদ, অনন্যা চক্রবর্তী শিউলী, চন্দ পিংকি চন্দ, মুসলিমা আক্তার প্রীতি, তাসলিমা আক্তার, সানজিনা আক্তার আয়শা, মুশারফ আহমদ, সাকেল আহমদ, মিজান আহমদ, শাহ্ রাহিন, বিষ্ণু মালাকার ,আহমদ ইমতিয়াজ, বাঁধন দত্ত প্রমুখ।



















