হৃদয়ে বঙ্গবন্ধু ইউকের প্রতিবাদ সভা
- আপডেট সময় : ০৩:২১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / 240
যুক্তরাজ্যে বসবাসরত প্রাক্তন ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত হৃদয়ে বঙ্গবন্ধু ইউকের আয়োজনে বাংলাদেশে বর্তমান অশান্ত রাজনৈতিক পরিস্থিতি,বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের অবমাননা ও মব সন্ত্রাসের প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাবেক ছাত্রনেতা লুৎফুর রহমান ও দেলওয়ার হোসেন দেলুর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন সানা,যুক্তরাজ্য আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ,জাতীয় চারনেতা পরিষদ যুক্তরাজ্যের সভাপতি ও লেখক গবেষক এডভোকেট শাহ ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন প্রমুখ।
সরকারের মদদে মব সন্ত্রাসের অবসান,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং মুক্তিযোদ্ধাদের প্রতি চরম অবমাননার তীব্র প্রতিবাদ করে তা অবিলম্বে বন্ধ এবং অবৈধ দখলদার ইউনুস সরকারের পদত্যাগের দাবি জানিয়ে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা সাংবাদিক মোঃ বাবুল হোসেন,আতিকুর রহমান, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান,সাবেক ছাত্রনেতা এনাম উদ্দিন, কয়েস উদ্দিন , মাহমুদ হোসেন সেলিম, আব্দুস শু্ক্কুর, মুজাহিদ আহমদ, জসিম উদ্দিন, আনোয়ার আহমদ, জেবুল ইসলাম,আবেদুর রহমান শিমুল, মাসুদ আহমেদ ,গোলাম কবির রুমেল, সাংবাদিক আলতাফ হোসেন,জুবের আহমদ, মোয়াজিম হোসেন মজনু,রেজাউল করিম রেজা,,আশরাফ আহমদ,হাসান আহমদগিয়াস উদ্দিন সহ আরো অনেকে বক্তৃতা করেন।
সভায় আওয়ামীলীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ওপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার ,অবৈধ সরকারের পাতানো অবৈধ জামাতি আইসিটি আদালতের কার্যক্রম বন্ধ করে দেশে সুষ্ঠু ধারার রাজনৈতিক পরিবেশ সৃষ্টির আহ্বান জানানো হয় ।




















