স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী ফ্রান্সের আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বৈশাখী মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:১৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
- / 1315
ফ্রান্সে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী প্যারিস ফ্রান্স এর আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে জাঁকজমকভাবে উদযাপন করা হয়েছে |
অনুষ্ঠানের শুরুতেই ছিল বাচ্চাদের চিত্রাংকন প্রতিযোগিতা ও স্বাধীনতার কবিতা আবৃত্তি।
প্রথম পর্বে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী বৈশাখী মেলার অনুষ্ঠান ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী প্যারিস ফ্রান্স এর প্রধান উপদেষ্টা শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম ।
সংগঠনটির সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারিস বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এস এম মাহবুবুল আলম ।
বিশেষ অতিথি ছিলেন, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি শাহেদ আলী,সৈয়দ ফয়সাল ইকবাল হাশমী, জাকির হোসেন ভূঁইয়া, ঢাকা বিভাগ সমিতি ফ্রান্সের চেয়ারম্যান শাহজাহান রহমান,. বাংলা অটো স্কুলের চেয়ারম্যান আবদুস সালাম হোসেন,অবনীর চন্দ্র দাস গোপাল, মোতালেব খান, আবু মুর্শেদ পাটোয়ারী, ব্লিওন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আফানুর,ফ্রান্স বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।
ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা কামাল মশিউর, বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতি এর সাধারণ সম্পাদক আমিন খান হাজারী, বিকল্প ধারার সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ফ্রান্স কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ,কুমিল্লা জেলা সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী ভুট্টো,সাইদুর রহমান, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, স্বরলিপির সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা, আতাউর রহমান বেনু, অজয় দাসসহ ফ্রান্সে বসবাসরত রাজনৈতিক-সামাজিক ব্যবসায়িক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী প্যারিস ফ্রান্স এর সাংস্কৃতিক সম্পাদিকা হেপি চৌধুরী ও মুন্নি খন্দকার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠান বাংলা গানে মাতিয়ে রাখেন গোপাল দাস, সোমা দাস, পুষ্প রানী দাস, লুবনা ইয়াসমিন,জিল্লুর রহমান, ইসরাত জাহান ফ্লোরা, মুন্নি খন্দকার, দীপক দেবনাথ, নিত্য পরিবেশনা করেন পাপিয়া বড়ুয়া সহ আরো অনেকে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন , ফ্রান্সসহ ইউরোপের সব দেশে বাংলা কৃষ্টি-কালচার সংস্কৃতিকে তুলে ধরতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। প্রবাসে এ ধরনের অনুষ্ঠান প্রবাসীদের মন কে উৎফুল্লিত করতে সাহায্য করবে।























