ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল–ফাওজান

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৯:৩৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / 89

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল–ফাওজান

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সালেহ বিন ফাওজান বিন আবদুল্লাহ আল–ফাওজান। দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন। বুধবার (২২ অক্টোবর) সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি বাদশাহর জারি করা এক আনুষ্ঠানিক আদেশে বলা হয়েছে, গ্র্যান্ড মুফতির পাশাপাশি শেখ সালেহ আল–ফাওজান সিনিয়র স্কলারস কাউন্সিলের চেয়ারম্যান এবং স্কলারি রিসার্চ অ্যান্ড ইফতা স্থায়ী কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন।

সৌদি আরবে গ্র্যান্ড মুফতির পদটি মন্ত্রী পদমর্যাদার। গত ২৩ সেপ্টেম্বর প্রয়াত গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল–শেখের মৃত্যুর পর শেখ সালেহ আল–ফাওজানকে নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আবদুল আজিজ আল–শেখকে ১৯৯৯ সালে তৎকালীন বাদশাহ ফাহাদ এ পদে নিয়োগ দিয়েছিলেন।

শেখ সালেহ আল–ফাওজান ১৯৩৫ সালে সৌদি আরবের আল–কাসিম প্রদেশে জন্মগ্রহণ করেন। প্রদেশটির সবচেয়ে বড় শহর বুরাইদাহ থেকে তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে রিয়াদের কলেজ অব শরিয়াহ থেকে স্নাতকোত্তর এবং ডক্টরাল ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবন শেষে শেখ সালেহ আল–ফাওজানকে হায়ার ইনস্টিটিউট অব জুডিশিয়ারির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১৯৯২ সালে তিনি স্কলারি রিসার্চ অ্যান্ড ইফতা স্থায়ী কমিটির সদস্য হন।

তিনি বেশ কয়েকটি বইয়ের লেখক এবং দীর্ঘদিন ধরে রেডিও অনুষ্ঠান পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর উপস্থাপিত জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ছিল ‘নূর আলা আল–দারব’।

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল–ফাওজান

আপডেট সময় : ০৯:৩৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সালেহ বিন ফাওজান বিন আবদুল্লাহ আল–ফাওজান। দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন। বুধবার (২২ অক্টোবর) সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি বাদশাহর জারি করা এক আনুষ্ঠানিক আদেশে বলা হয়েছে, গ্র্যান্ড মুফতির পাশাপাশি শেখ সালেহ আল–ফাওজান সিনিয়র স্কলারস কাউন্সিলের চেয়ারম্যান এবং স্কলারি রিসার্চ অ্যান্ড ইফতা স্থায়ী কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন।

সৌদি আরবে গ্র্যান্ড মুফতির পদটি মন্ত্রী পদমর্যাদার। গত ২৩ সেপ্টেম্বর প্রয়াত গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল–শেখের মৃত্যুর পর শেখ সালেহ আল–ফাওজানকে নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আবদুল আজিজ আল–শেখকে ১৯৯৯ সালে তৎকালীন বাদশাহ ফাহাদ এ পদে নিয়োগ দিয়েছিলেন।

শেখ সালেহ আল–ফাওজান ১৯৩৫ সালে সৌদি আরবের আল–কাসিম প্রদেশে জন্মগ্রহণ করেন। প্রদেশটির সবচেয়ে বড় শহর বুরাইদাহ থেকে তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে রিয়াদের কলেজ অব শরিয়াহ থেকে স্নাতকোত্তর এবং ডক্টরাল ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবন শেষে শেখ সালেহ আল–ফাওজানকে হায়ার ইনস্টিটিউট অব জুডিশিয়ারির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১৯৯২ সালে তিনি স্কলারি রিসার্চ অ্যান্ড ইফতা স্থায়ী কমিটির সদস্য হন।

তিনি বেশ কয়েকটি বইয়ের লেখক এবং দীর্ঘদিন ধরে রেডিও অনুষ্ঠান পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর উপস্থাপিত জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ছিল ‘নূর আলা আল–দারব’।