ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সরকার নির্ধারিত কবরস্থানে হয়নি কোনও দাফন
স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত

৫২ বাংলা
  • আপডেট সময় : ১০:১৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 264
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বিশেষভাবে কবরস্থানের একটি অংশ বরাদ্দ করেছিল। তবে এ দুর্ঘটনায় নিহত ৩১ জনের কাউকেই সেখানে দাফন করা হয়নি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় উত্তরা ১২ নম্বর সেক্টরের সিটি করপোরেশনের কবরস্থানে সরেজমিন ঘুরে এমন তথ্য জানা গেছে।
গত মঙ্গলবার (২২ জুলাই) সরকারিভাবে ওই কবরস্থানের পশ্চিম-দক্ষিণে একটি নির্দিষ্ট অংশ বরাদ্দ দেওয়া হয়েছিল এই দুর্ঘটনায় নিহতদের দাফনের জন্য। তবে বৃহস্পতিবার পর্যন্ত কোনও নিহতদের স্বজন বা পরিবারের কেউ সেখানে আসেননি। এমনটাই জানান কবরস্থানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
কবরস্থানের খাদেম মাঈনুদ্দিন বলেন, ‘সরকারের পক্ষ থেকে থেকে আমাদের বলা হয়েছিল জায়গা প্রস্তুত রাখতে। আমরা প্রস্তুত ছিলাম। কবরের জায়গা পরিষ্কার করা হয়েছিল, কিন্তু এখনও কেউ এসে মরদেহ দাফনের কথা বলেননি।’
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য কবরস্থানের নির্ধারিত জায়গা
এ বিষয়ে কবরস্থানের ইনচার্জ মো. মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা নিহতদের দাফনের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। জায়গা নির্ধারণ করা হয়েছিল। শ্রমিকও রাখা হয়েছিল, এমনকি জানাজা ও দাফন প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে এখন পর্যন্ত কোনও পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করেনি বা এখানে মরদেহ দাফন করতে আসেনি। আমরা জানি, অনেক পরিবারই হয়তো স্বজনদের নিজ নিজ এলাকায় বা পারিবারিক কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নিয়েছেন। এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, আমরা সম্মান করি। তবে কবরস্থান এখনও প্রস্তুত রয়েছে।’

উল্লেখ্য, গত ২১ জুলাই ঘটে যাওয়া এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৩১ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ দুর্ঘটনায় এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১ জন। তাদের বেশির ভাগই শিশু ও কিশোর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকার নির্ধারিত কবরস্থানে হয়নি কোনও দাফন
স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত

আপডেট সময় : ১০:১৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বিশেষভাবে কবরস্থানের একটি অংশ বরাদ্দ করেছিল। তবে এ দুর্ঘটনায় নিহত ৩১ জনের কাউকেই সেখানে দাফন করা হয়নি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় উত্তরা ১২ নম্বর সেক্টরের সিটি করপোরেশনের কবরস্থানে সরেজমিন ঘুরে এমন তথ্য জানা গেছে।
গত মঙ্গলবার (২২ জুলাই) সরকারিভাবে ওই কবরস্থানের পশ্চিম-দক্ষিণে একটি নির্দিষ্ট অংশ বরাদ্দ দেওয়া হয়েছিল এই দুর্ঘটনায় নিহতদের দাফনের জন্য। তবে বৃহস্পতিবার পর্যন্ত কোনও নিহতদের স্বজন বা পরিবারের কেউ সেখানে আসেননি। এমনটাই জানান কবরস্থানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
কবরস্থানের খাদেম মাঈনুদ্দিন বলেন, ‘সরকারের পক্ষ থেকে থেকে আমাদের বলা হয়েছিল জায়গা প্রস্তুত রাখতে। আমরা প্রস্তুত ছিলাম। কবরের জায়গা পরিষ্কার করা হয়েছিল, কিন্তু এখনও কেউ এসে মরদেহ দাফনের কথা বলেননি।’
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য কবরস্থানের নির্ধারিত জায়গা
এ বিষয়ে কবরস্থানের ইনচার্জ মো. মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা নিহতদের দাফনের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। জায়গা নির্ধারণ করা হয়েছিল। শ্রমিকও রাখা হয়েছিল, এমনকি জানাজা ও দাফন প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে এখন পর্যন্ত কোনও পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করেনি বা এখানে মরদেহ দাফন করতে আসেনি। আমরা জানি, অনেক পরিবারই হয়তো স্বজনদের নিজ নিজ এলাকায় বা পারিবারিক কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নিয়েছেন। এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, আমরা সম্মান করি। তবে কবরস্থান এখনও প্রস্তুত রয়েছে।’

উল্লেখ্য, গত ২১ জুলাই ঘটে যাওয়া এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৩১ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ দুর্ঘটনায় এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১ জন। তাদের বেশির ভাগই শিশু ও কিশোর।