ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ বাংলাদেশি শিক্ষার্থী!

সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব : সন্দেহ হলেই বাতিল ভিসার আবেদন

৫২ বাংলা
  • আপডেট সময় : ০১:২১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 279
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব অর্জনের প্রবণতা ঠেকাতে আরও কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। এখন থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণেচ্ছু ব্যক্তিদের ভিসা আবেদনের ক্ষেত্রে মার্কিন দূতাবাস কর্মকর্তারা আবেদনকারীদের তথ্য আরও গভীরভাবে যাচাই করতে পারবেন। কেউ সন্দেহজনক মনে হলে তার ভিসা আবেদন সরাসরি বাতিল করার এখতিয়ারও থাকবে কর্মকর্তাদের হাতে।

২০২৫ সালের ২৩ মে, শুক্রবার ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, “যদি দূতাবাসের কর্মকর্তারা মনে করেন যে যুক্তরাষ্ট্রে ভ্রমণের প্রধান উদ্দেশ্য হচ্ছে সেখানে সন্তান জন্ম দিয়ে শিশুকে মার্কিন নাগরিকত্ব প্রদান নিশ্চিত করা, তবে তারা আবেদনটি প্রত্যাখ্যান করবেন। এটি অনুমোদিত নয়।”

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্বের বিধান বাতিলসহ একাধিক নির্বাহী আদেশে সই করেন। তবে এই সিদ্ধান্ত আদালতগুলোর বাধার মুখে পড়ে এবং ট্রাম্প শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আপিল করতে বাধ্য হন।

এই আদেশের বিরুদ্ধে প্রথম মামলা করে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (ACLU)। পরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যেও এই আদেশ কার্যকরে প্রতিবন্ধকতা তৈরি হয়।

বর্তমান আইনে কেউ যুক্তরাষ্ট্রে জন্ম নিলে স্বয়ংক্রিয়ভাবে সে দেশটির নাগরিকত্ব পেয়ে থাকে। এই বিধান বাতিলের প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছিলেন ট্রাম্প। শপথ নেওয়ার পরপরই তিনি এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন। তবে কেবল নির্বাহী আদেশ দিয়েই এই বিধান বাতিল করা সম্ভব নয়, কারণ মার্কিন সংবিধানে জন্মসূত্রে নাগরিকত্বের নিশ্চয়তা দেওয়া রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব : সন্দেহ হলেই বাতিল ভিসার আবেদন

আপডেট সময় : ০১:২১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব অর্জনের প্রবণতা ঠেকাতে আরও কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। এখন থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণেচ্ছু ব্যক্তিদের ভিসা আবেদনের ক্ষেত্রে মার্কিন দূতাবাস কর্মকর্তারা আবেদনকারীদের তথ্য আরও গভীরভাবে যাচাই করতে পারবেন। কেউ সন্দেহজনক মনে হলে তার ভিসা আবেদন সরাসরি বাতিল করার এখতিয়ারও থাকবে কর্মকর্তাদের হাতে।

২০২৫ সালের ২৩ মে, শুক্রবার ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, “যদি দূতাবাসের কর্মকর্তারা মনে করেন যে যুক্তরাষ্ট্রে ভ্রমণের প্রধান উদ্দেশ্য হচ্ছে সেখানে সন্তান জন্ম দিয়ে শিশুকে মার্কিন নাগরিকত্ব প্রদান নিশ্চিত করা, তবে তারা আবেদনটি প্রত্যাখ্যান করবেন। এটি অনুমোদিত নয়।”

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্বের বিধান বাতিলসহ একাধিক নির্বাহী আদেশে সই করেন। তবে এই সিদ্ধান্ত আদালতগুলোর বাধার মুখে পড়ে এবং ট্রাম্প শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আপিল করতে বাধ্য হন।

এই আদেশের বিরুদ্ধে প্রথম মামলা করে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (ACLU)। পরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যেও এই আদেশ কার্যকরে প্রতিবন্ধকতা তৈরি হয়।

বর্তমান আইনে কেউ যুক্তরাষ্ট্রে জন্ম নিলে স্বয়ংক্রিয়ভাবে সে দেশটির নাগরিকত্ব পেয়ে থাকে। এই বিধান বাতিলের প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছিলেন ট্রাম্প। শপথ নেওয়ার পরপরই তিনি এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন। তবে কেবল নির্বাহী আদেশ দিয়েই এই বিধান বাতিল করা সম্ভব নয়, কারণ মার্কিন সংবিধানে জন্মসূত্রে নাগরিকত্বের নিশ্চয়তা দেওয়া রয়েছে।