শাহজালাল বিমানবন্দরে যাত্রীর সঙ্গে দুজনের বেশি নয়
- আপডেট সময় : ০৬:২৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / 235

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ড্রাইভওয়ে ও ক্যানোপি এলাকায় একজন যাত্রীর সঙ্গে দুজনের বেশি সঙ্গী প্রবেশ করতে পারবেন না। রোববার (২৭ জুলাই) থেকে এ নির্দেশনা কার্যকর হবে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে এক বার্তায় বিমানবন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের বার্তায় বলা হয়েছে, আগামী রোববার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপিতে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন।
যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখার পাশাপাশি যানজট এড়ানো ও নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এতদিন বিমানবন্দরে কোনো যাত্রীকে বিদায় দেওয়া বা স্বাগত জানানোর জন্য ড্রাইভওয়ে ও ক্যানোপিতে দর্শনার্থীর সংখ্যা নিয়ে কোনো বিধিনিষেধ ছিল না। বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন, এর ফলে বিপুলসংখ্যক দর্শনার্থী সামলাতে প্রায়ই হিমশিম খেতে হতো তাদের।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বর্তমানে প্রতি বছর প্রায় ১ কোটি ২৫ লাখ যাত্রী শাহজালাল বিমানবন্দর ব্যবহার করেন। প্রতিদিন পরিচালিত হয় ১৪০ থেকে ১৫০টি আন্তর্জাতিক ফ্লাইট। যাত্রী চাপ বিবেচনায় এনে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। নির্দেশনাটি মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।


















