ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ বাংলাদেশি শিক্ষার্থী!

 লন্ডনে ছান্দসিকের আন্তর্জাতিক আবৃত্তি উৎসব

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৮:০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯
  • / 1272
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

[youtube]q-A4kU1VJOE[/youtube]

 

 

বহুভাষা ও সংস্কৃতির লন্ডনে বাংলা ভাষা ও সংস্কৃতির আলোজাগানিয়া পথে  আরেকটি সাফল্যের পালক যুক্ত করলো আবৃত্তি সংগঠন ছান্দসিক। “ছন্দপ্রভা ছড়িয়ে পড়ুক বিশ্বপ্রাণে -শ্লোগানে ছান্দসিক  প্রথমবারে মতো আয়োজন করে আন্তর্জাতিক আবৃত্তি উৎসব। ১ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে প্রথমবারে মতো আয়োজিত অনুষ্ঠানে ছিল বাঙালি এবং বাংলা ভাষা ও সাহিত্যের  উজ্জ্বল উপস্থাপনা।

উৎসবে বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন বাংলাদেশ আবৃত্তি  সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ,। কলকাতা থেকে এসেছেন  বর্তমান সময়ের জনপ্রিয় দুই  গুনী আবৃত্তি শিল্পী সাধারণ সম্পাদক সুজাতা চৌধুরী। আমেরিকা থেকে যোগ দিয়েছেন  নজরুল কবীর।

পুরো অনুষ্ঠানের প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন ব্রিটেনের জনপ্রিয় আবৃত্তিশিল্পী ও উপস্থাপক রেজুয়ান মারুফ। উৎসবের আয়োজক ও ছান্দসিকের প্রতিষ্ঠাতা মুনিরা পারভিন  উৎসবে যোগদেয়া অতিথিসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবৃত্তিশিল্পের এই উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করেন।

বাংলা কবিতায় প্রকাশ পেয়েছে বাঙালির বিশ্বজনীন পরিচয়।  উৎসবে আবৃত্তি শিল্পীদের কন্ঠে হলভর্তি দর্শক  বাঙালির  ভালোলাগার মৌলিক বন্ধন পদ্মা-গঙার সাথে টেমস এর হার্দিক মিলন খুজে পেয়েছে।

বিশিষ্ট আবৃত্তিকার উদয় শংকর দাশ কে প্রদান করা হয়েছে  ছান্দসিক সম্মাননা ২০১৯। উদয় শংকর দাস আশির দশক থেকে বিলেতে আবৃত্তি , নাটকসহ সাহিত্য ও সংস্কৃতির নানা শাখায় একজন নিবেদিত প্রাণ হিসাবে কাজ করছেন।

অনুষ্ঠানে, কবিতায় ও ছন্দ বিভায় আলোছড়িয়েছে – বাঙালির বোধের নানা দিক।  ফুটে উঠেছে  বাংলার বহমান  রুপ রস ও গুনের নানা উপকরণ।

কলকাতা থেকে আগত অতিথি, বিশিষ্ট আবৃত্তিশিল্পী  সুজাতা চৌধুরী হলভর্তি দর্শকের বোধে ধাক্কা দিয়েছেন-  মানুষ আর মানবিকতার আলো-অন্ধকারের নানা বিষয় নিয়ে।  নিজের লেখা কবিতাসহ দর্শকের মনন ও মগজ জাগিয়ে গেছেন টানা বিশ মিনিটের একক আবৃত্তিতে।

প্রেম মৃত্তিকা আর দ্রোহ ভালোবাসায় জনপ্রিয় আবৃত্তি শিল্পী  মুনমুন মুখার্জী শুধু মন জাগাননি। স্বরণ করে দিয়েছেন – বাঙালির সম্প্রীতি আর সাহসে  চিরকালীন জেগে থাকবার মতো আমাদের গোলা ভরা উচ্চারিত প্রাচুর্যের কথামালা…

চতুর্থত প্রজন্মের প্রতিনিধি শিশু শিল্পী তাজরিয়া রহমান, নাশিতা নূর আফরা খন্দকার আবৃত্তি দিয়ে শুরু হয় আবৃত্তি পর্বের মূল অনুষ্ঠান। পুরো অনুষ্ঠান জুড়ে আবৃত্তি করেন, উদয় শংকর দাশ, তানজীনা নূর ই সিদ্দিকী, সৈয়দ রুম্মান, সোমা দাশ, মিছবাহ জামাল, মহুয়া চৌধুরী, মঈনুল হোসেন মুকুল, সুস্মিতা সাবরিনা এনি, জেবতিক রাজীব, ডঃ আনোয়ারুল হক, কাজী রাহনুমা আক্তার,  হাসিনা আক্তার, ফকরুল আম্বিয়া, পপি শাহনাজ, রাজ দাশ, সোমাভা বিশ্বাস, বুলবুল হাসান, সাঈদা সায়মা আহমেদ, লুৎফুন নাহান বেবী, সতত সুপ্রিয় রায়, নজরুল ইসলাম অকিব, রওশন  সিমি, প্রিয় জ্যোতি বাবু, তাহেরা চৌধুরী লিপি, স্মৃতি আজাদ, ফয়জুল ইসলাম ফয়েজ নূর। শহীদুল ইসলাম  সাগর, উর্মি মাজহার, সমর সাহা, আরফুমান চৌধুরী, শতরূপা চৌধুরী, জিয়াউর রহমান সাকলাইন, রিজওয়ান মারুফ, মুনিরা পারভীন।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজোয়ান মারুফ।

ছন্দপ্রভা ছড়িয়ে পড়ুক বিশ্বপ্রাণে- শ্লোগাণে উৎসব শেষ হলে রাত দশটায়। দর্শকরা  মনেরপুঠুলীতে কবিতা আর ছন্দের মুগ্ধতা নিয়েই যে বাড়ি ফিরেছেন – একথা হফল করে বলা যায়।

 

কণ্ঠ: সুমু মির্জা

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আনোয়ারুল ইসলাম অভি

সম্পাদক; ৫২বাংলাটিভি ডটকম
ট্যাগস :

 লন্ডনে ছান্দসিকের আন্তর্জাতিক আবৃত্তি উৎসব

আপডেট সময় : ০৮:০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯

[youtube]q-A4kU1VJOE[/youtube]

 

 

বহুভাষা ও সংস্কৃতির লন্ডনে বাংলা ভাষা ও সংস্কৃতির আলোজাগানিয়া পথে  আরেকটি সাফল্যের পালক যুক্ত করলো আবৃত্তি সংগঠন ছান্দসিক। “ছন্দপ্রভা ছড়িয়ে পড়ুক বিশ্বপ্রাণে -শ্লোগানে ছান্দসিক  প্রথমবারে মতো আয়োজন করে আন্তর্জাতিক আবৃত্তি উৎসব। ১ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে প্রথমবারে মতো আয়োজিত অনুষ্ঠানে ছিল বাঙালি এবং বাংলা ভাষা ও সাহিত্যের  উজ্জ্বল উপস্থাপনা।

উৎসবে বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন বাংলাদেশ আবৃত্তি  সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ,। কলকাতা থেকে এসেছেন  বর্তমান সময়ের জনপ্রিয় দুই  গুনী আবৃত্তি শিল্পী সাধারণ সম্পাদক সুজাতা চৌধুরী। আমেরিকা থেকে যোগ দিয়েছেন  নজরুল কবীর।

পুরো অনুষ্ঠানের প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন ব্রিটেনের জনপ্রিয় আবৃত্তিশিল্পী ও উপস্থাপক রেজুয়ান মারুফ। উৎসবের আয়োজক ও ছান্দসিকের প্রতিষ্ঠাতা মুনিরা পারভিন  উৎসবে যোগদেয়া অতিথিসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবৃত্তিশিল্পের এই উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করেন।

বাংলা কবিতায় প্রকাশ পেয়েছে বাঙালির বিশ্বজনীন পরিচয়।  উৎসবে আবৃত্তি শিল্পীদের কন্ঠে হলভর্তি দর্শক  বাঙালির  ভালোলাগার মৌলিক বন্ধন পদ্মা-গঙার সাথে টেমস এর হার্দিক মিলন খুজে পেয়েছে।

বিশিষ্ট আবৃত্তিকার উদয় শংকর দাশ কে প্রদান করা হয়েছে  ছান্দসিক সম্মাননা ২০১৯। উদয় শংকর দাস আশির দশক থেকে বিলেতে আবৃত্তি , নাটকসহ সাহিত্য ও সংস্কৃতির নানা শাখায় একজন নিবেদিত প্রাণ হিসাবে কাজ করছেন।

অনুষ্ঠানে, কবিতায় ও ছন্দ বিভায় আলোছড়িয়েছে – বাঙালির বোধের নানা দিক।  ফুটে উঠেছে  বাংলার বহমান  রুপ রস ও গুনের নানা উপকরণ।

কলকাতা থেকে আগত অতিথি, বিশিষ্ট আবৃত্তিশিল্পী  সুজাতা চৌধুরী হলভর্তি দর্শকের বোধে ধাক্কা দিয়েছেন-  মানুষ আর মানবিকতার আলো-অন্ধকারের নানা বিষয় নিয়ে।  নিজের লেখা কবিতাসহ দর্শকের মনন ও মগজ জাগিয়ে গেছেন টানা বিশ মিনিটের একক আবৃত্তিতে।

প্রেম মৃত্তিকা আর দ্রোহ ভালোবাসায় জনপ্রিয় আবৃত্তি শিল্পী  মুনমুন মুখার্জী শুধু মন জাগাননি। স্বরণ করে দিয়েছেন – বাঙালির সম্প্রীতি আর সাহসে  চিরকালীন জেগে থাকবার মতো আমাদের গোলা ভরা উচ্চারিত প্রাচুর্যের কথামালা…

চতুর্থত প্রজন্মের প্রতিনিধি শিশু শিল্পী তাজরিয়া রহমান, নাশিতা নূর আফরা খন্দকার আবৃত্তি দিয়ে শুরু হয় আবৃত্তি পর্বের মূল অনুষ্ঠান। পুরো অনুষ্ঠান জুড়ে আবৃত্তি করেন, উদয় শংকর দাশ, তানজীনা নূর ই সিদ্দিকী, সৈয়দ রুম্মান, সোমা দাশ, মিছবাহ জামাল, মহুয়া চৌধুরী, মঈনুল হোসেন মুকুল, সুস্মিতা সাবরিনা এনি, জেবতিক রাজীব, ডঃ আনোয়ারুল হক, কাজী রাহনুমা আক্তার,  হাসিনা আক্তার, ফকরুল আম্বিয়া, পপি শাহনাজ, রাজ দাশ, সোমাভা বিশ্বাস, বুলবুল হাসান, সাঈদা সায়মা আহমেদ, লুৎফুন নাহান বেবী, সতত সুপ্রিয় রায়, নজরুল ইসলাম অকিব, রওশন  সিমি, প্রিয় জ্যোতি বাবু, তাহেরা চৌধুরী লিপি, স্মৃতি আজাদ, ফয়জুল ইসলাম ফয়েজ নূর। শহীদুল ইসলাম  সাগর, উর্মি মাজহার, সমর সাহা, আরফুমান চৌধুরী, শতরূপা চৌধুরী, জিয়াউর রহমান সাকলাইন, রিজওয়ান মারুফ, মুনিরা পারভীন।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজোয়ান মারুফ।

ছন্দপ্রভা ছড়িয়ে পড়ুক বিশ্বপ্রাণে- শ্লোগাণে উৎসব শেষ হলে রাত দশটায়। দর্শকরা  মনেরপুঠুলীতে কবিতা আর ছন্দের মুগ্ধতা নিয়েই যে বাড়ি ফিরেছেন – একথা হফল করে বলা যায়।

 

কণ্ঠ: সুমু মির্জা