লন্ডনে আলহাজ্ব ময়নুল হক মাষ্টারের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৮:৩২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / 1950
লন্ডনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ময়নুল হক মাষ্টারের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ নভেম্বর মঙ্গলবার পূর্বলন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে রাতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ, কমিউনিটি নেতা , উপাধক্ষ্য রাজন উদ্দিন জালাল।
শামীম আহমেদ ও আকবর হোসেন এর যৌথ সঞ্চালনায় ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসাবে হিসাবে উপস্থিত ছিলেন ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন, নাট্যকার স্বাধীন খসরু, সংগঠক আজিম উদ্দিন, সাহাব উদ্দিন,লিয়াকত খান ও কামাল হোসেন।
মতবিনিময় সভায় ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবী নজরুল ইসলাম নজু , বোরহান উদ্দিন মাস্টার, কামাল হোসেন, আলতাফ হোসেন,কামাল উদ্দিন, কামাল হোসেন রুহেল, খলিলুর রহমান, নাজিম উদ্দিন, জাহেদ আহমদ রাজ, হাফিজ উদ্দিন, সিরাজ উদ্দিন, নুরুল ইসলাম দুদু, আলীম উদ্দিন ও মুকিতুল ইসলাম আসাদ।
বক্তারা বলেন, নিজ বাহাদুরপূর ইউনিয়নের উন্নয়নের রুপকার আলহাজ্ব ময়নুল হক মাষ্টার সর্বজনবিদিত একজন সৎ ও পরোপকারী মানুষ। চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেয়ার অনেক আগে থেকে তিনি নিজ ইউনিয়নের আর্থ সামাজিক কাজে সরবে ও নিরবে অবদান রেখেছেন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে জুড়ী- বড়লেখা আসনের সংসদ সদস্য ,বন ও পরিবেশ মন্ত্রী আলহাজ্ব সাহাব উদ্দিন এমপির নির্দেশনায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে তার উদ্যোগে উন্নয়নের দৃশ্যমান ছোয়া লেগেছে। এবং অচিরেই অনেক গুলো অনুমদিত প্রজেক্টের কাজ শুরু হবে।
বড়লেখার মধ্যে নিজ বাহাদুরপূর ইউনিয়নকে একটি রোল মডেল ইউনিয়নে রুপান্তর করতে আলহাজ্ব ময়নুল হক মাষ্টারকে বিজয়ী করার প্রতি গুরুত্ব আলোপ করা হয়।
বক্তারা বলেন, সমাজে সম্প্রীতি এবং শিক্ষার আলো সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে আলহাজ্ব ময়নুল হক মাষ্টারের মতো ব্যক্তির প্রয়োজন। এজন্য ইউনিয়নবাসী হিসাবে সকলের উচিত আলহাজ্ব ময়নুল হক মাষ্টারকে উন্নয়নের স্বার্থে নির্বাচিত করা।
প্রবাস থেকে নিজ বাহাদুরপুর ইউনিয়নের নিজ নিজ পরিবার , স্বজন ও বন্ধু- বান্ধবদেরকে আলহাজ্ব ময়নুল হক মাষ্টারের উদ্যোগে হওয়া উন্নয়ন কাজ, সততা ও মানবিক আদর্শকে সামনে নিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দানে র জন্য ক্যাম্পেইন করারও অনুরোধ করা হয়।
বক্তারা বলেছেন, আলহাজ্ব ময়নুল হক মাষ্টারের বাড়ী চান্দ্গ্রাম হলেও তিনি সকল গ্রামের বাসিন্দা হয়েও নিরবিচ্চিন্নভাবে কাজ করেন বলেই তাকে জনগণের চেয়া্রম্যান হিসাবেই দেখা হয়।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিজ আলী, নজমুল ইসলাম, আজিজুর রহমান, সালাহ উদ্দিন এনাম, পংকি খান, জাহাঙ্গির আলম, কয়েছ আহমদ, ফয়ছল আহমদ, ইমরুল ইসলাম,জিয়া উদ্দিন, আলী আহমদ , এমরান হোসেন রাহিম, বদরুল ইসলাম ও নাইমুল ইসলাম সহ লন্ডন প্রবাসী নিজ ইউনিয়নের প্রবাসীরা ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আজিম উদ্দিন। শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন নুরুল ইসলাম দুদু।
প্রসঙ্গত আগামী ২৮ নভেম্বর রবিবার ৩ নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
আলহাজ্ব ময়নুল হক মাষ্টার সিলেট বিভাগের শ্রেষ্ট বিদ্যুতসাহি চেয়ারম্যান হিসাবে- ‘প্রাইমারী এডুকেশন মেডেল-২০১৯’ লাভ করেন। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্বে নিজ গ্রামে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।
নিজ বাহাদুরপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে আলহাজ্ব ময়নুল হক মাষ্টারের উদ্যোগে উন্নয়নের ছোয়া লেগেছে। বীর মুক্তিযোদ্ধা ও নিজ বাহাদুরপর ইউনিয়নের আওয়ামী লীগ এর সাবেক সভাপতি ও চান্দ্গ্রাম উচ্চ বিদ্যালয় সহ অনেক শিক্ষা প্রতিষ্টানের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম হাজী আব্দুল খালিক সুলেমান মিয়ার ছেলে ।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্বে নিজ গ্রামে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। বড়লেখার উন্নয়নের অগ্রদূত বন – পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব সাহাব উদ্দিন এমপির নির্দেশনায় নিজ ইউনিয়ন সহ বড়লেখার সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।























