রংপুরে জিএম কাদেরের বাড়িতে হামলা
- আপডেট সময় : ১২:০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
- / 232

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) রাতে নগরীর সেনপাড়ায় ‘স্কাই ভিউ’ বাসভবনে এ হামলার ঘটনা ঘটে। এসময় জিএম কাদের বাড়িতেই অবস্থান করছিলেন। এ ঘটনার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীদের দায়ী করেছে জাতীয় পার্টি।
জাতীয় পার্টির নেতা-কর্মীরা জানান, জিএম কাদেরের বাড়িতে ঢিল ছুঁড়ে জানালার কাচ ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। তখন তাঁরা প্রতিহতের চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে খবরটি ছড়িয়ে পড়লে তাঁদের আরও নেতাকর্মী ওই বাড়ির সামনে জড়ো হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে বিকেলে ঢাকা থেকে রংপুরে গিয়ে জিএম কাদের গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি অন্তর্বর্তী সরকার ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চলমান বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন। এরপর জিএম কাদের রংপুরে অবস্থান করার প্রতিবাদে রাত ৮টার দিকে প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। একপর্যায়ে মিছিলটি প্রেস ক্লাব চত্বর থেকে সেনপাড়ার স্কাই ভিউ বাড়ির দিকে রওনা হয়। এরপরই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর বলেন, ‘আমরা শান্তিপূর্ণ রাজনীতি করতে চাই। কোনো কারণ ছাড়াই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা আজকে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ নিয়ে তাৎক্ষণিকভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
যারা ফ্যাসিবাদী আওয়ামী সরকারকে উৎখাত করেছেন তারাই বিক্ষোভ করেছেন: সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, রংপুরে ফ্যাসিবাদ উৎখাতকারীদের ওপর হামলা করেছে জাতীয় পার্টি। বৃহস্পতিবার রাতে লালমনিরহাটের মিশনমোড় চত্বরে এক পথসভায় তিনি এ কথা বলেন।
রংপুরে জিএম কাদেরের বাসায় হামলার ঘটনা প্রসঙ্গে সারজিস বলেন, যারা ফ্যাসিবাদী আওয়ামী সরকারকে উৎখাত করেছেন তারাই তাদের জায়গা থেকে প্রতিক্রিয়া জানিয়ে জিএম কাদেরের বাসার সামনে বিক্ষোভ করেছেন। তবে আমরা যেটা দেখেছি সেখানে স্থানীয় জাতীয় পার্টির সন্ত্রাসীরা ফ্যাসিবাদ উৎখাতকারীদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেছেন।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ২৪-এর অভ্যুথানে যারা ফ্যাসিবাদী আওয়ামী সরকারকে উৎখাত করেছেন তাদের কোনো ক্ষতি হলে অবশ্যই তাদের পাশে দাঁড়াতে হবে।


















