ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ বাংলাদেশি শিক্ষার্থী! কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে যেসব অত্যাধুনিক সুবিধা রয়েছে কাকরদিয়া–তেরাদল–আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আত্নপ্রকাশ

যুক্তরাষ্ট্র সরকার শাটডাউনে : যে সব সংকট তৈরি হতে পারে

৫২ বাংলা
  • আপডেট সময় : ১২:০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 146

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিল

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাজেট ইস্যুতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের সমঝোতা ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র সরকার শাটডাউনে প্রবেশ করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাজেট জটিলতার কারণে সরকারি কার্যক্রমে অর্থায়ন অক্টোবর থেকে বন্ধ হয়ে যেতে পারে এবং তা দীর্ঘায়িতও হতে পারে।

এ অবস্থায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিমানে ভ্রমণ থেকে শুরু করে চিড়িয়াখানা ভ্রমণ পর্যন্ত নানা ধরনের ভোগান্তি তৈরি হতে পারে।

রাজনৈতিক অচলাবস্থার কারণে কেন্দ্রীয় সরকারের প্রায় ৪০ শতাংশ কর্মী—অর্থাৎ প্রায় ৭ লাখ ৫০ হাজার জন—অবৈতনিক ছুটিতে যেতে পারেন।

বিমানে ভ্রমণ

শাটডাউনের কারণে বিমানে ভ্রমণকারীরা নানা ভোগান্তির মুখে পড়তে পারেন। নিরাপত্তা চেকিংয়ে দীর্ঘ লাইন তৈরি হতে পারে। এ ছাড়া এয়ার ট্রাফিক কন্ট্রোল ও পরিবহন নিরাপত্তা প্রশাসন (টিএসএ)-এর কর্মীরা বেতন না পাওয়ায় কাজে অনুপস্থিত থাকলে ফ্লাইটে দেরি হতে পারে।

যদিও এ ধরনের কর্মীদের ‘অপরিহার্য’ ধরা হয় এবং তারা কাজ চালিয়ে যাবেন, তবে শাটডাউন শেষ না হওয়া পর্যন্ত বেতন পাবেন না। ২০১৮-১৯ সালের শাটডাউনে এই কর্মীদের অসুস্থতাজনিত ছুটি বেড়ে গিয়েছিল, ফলে দেশজুড়ে ফ্লাইট বিলম্বিত হয়েছিল।

বিদেশ ভ্রমণ

যারা বিদেশ ভ্রমণের পরিকল্পনা করেছেন, তাদেরও সমস্যা হতে পারে। যুক্তরাষ্ট্রের পাসপোর্ট সংস্থা জানিয়েছে, ভ্রমণের নথিপত্র প্রক্রিয়াকরণে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগতে পারে।

সরকারি কর্মীরা

সবচেয়ে বেশি ভোগান্তি হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। শাটডাউন চলাকালে তারা বেতন পাবেন না। আইনশৃঙ্খলা বাহিনী ও সীমান্ত সুরক্ষাকর্মীরা দায়িত্বে থাকলেও তারাও বেতন ছাড়া কাজ করবেন।

সিবিএস নিউজের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সর্বাধিক কর্মী বরখাস্ত হবে সরকারের পাঁচটি বিভাগে—প্রতিরক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, পররাষ্ট্র ও নাসা। জীবিকার জন্য অনেক কর্মী বিকল্প চাকরি খুঁজতে বাধ্য হতে পারেন।

অপরিহার্য নন এমন কর্মীরা বাড়িতে বসে থাকতে বাধ্য হবেন। এতে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ)-এর কর্মীরা ছুটিতে গেলে চলমান গবেষণা কার্যক্রম স্থগিত হয়ে যেতে পারে।

পার্ক ও উদ্যান

শাটডাউনে ফেডারেল জমি, জাতীয় পার্ক ও উদ্যানগুলো বন্ধ হয়ে যেতে পারে। গত শাটডাউনের সময়ও এসব স্থান দর্শনার্থীদের জন্য বন্ধ ছিল।

কারণ, এসব স্থানে কর্মরত রেঞ্জার ও অন্যান্য স্টাফকে ছুটিতে পাঠানো হয়েছিল। তাদের অনুপস্থিতিতে ভাঙচুর, চুরি ও পরিবেশের ক্ষতির ঘটনা ঘটেছিল। তাই এবারের শাটডাউনে এসব স্থান সম্পূর্ণ বন্ধ রাখার দাবি তুলেছেন সংরক্ষণকর্মীরা।

জাদুঘর ও চিড়িয়াখানা

স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের জাদুঘরগুলো ৬ অক্টোবর পর্যন্ত খোলা থাকবে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে জানানো হয়েছে, আগের বছরগুলোর আয় থেকে তারা কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

স্মিথসোনিয়ান পরিচালিত চিড়িয়াখানার প্রাণীদের যথারীতি যত্ন নেওয়া হলেও জনপ্রিয় লাইভ ওয়েবক্যাম সেবা বন্ধ থাকবে। ফলে অনলাইনে পান্ডা, হাতি বা সিংহ দেখার সুযোগ আর থাকবে না।

স্বাস্থ্য ও সামাজিক সেবা

বয়স্ক ও দরিদ্রদের জন্য মেডিকেয়ার ও মেডিকেইড চালু থাকলেও কর্মী সংকটের কারণে সেবায় বিলম্ব হতে পারে। নারী ও শিশুদের জন্য খাদ্যসহায়তা কর্মসূচি (ডব্লিউআইসি) তহবিল সংকটে পড়তে পারে।

বন্যাবিমা কর্মসূচি স্থগিত হলে অনেক বাড়ির মর্টগেজ প্রক্রিয়া বিলম্বিত হবে। দীর্ঘ শাটডাউন হলে ফেমা’র দুর্যোগ ত্রাণ তহবিলও ফুরিয়ে যেতে পারে।

ডাক বিভাগ

শাটডাউনের প্রভাব পড়বে না ডাক বিভাগে। ডাকঘর খোলা থাকবে এবং চিঠিপত্র যথারীতি বিতরণ হবে। কারণ, ডাক বিভাগ কংগ্রেসের তহবিলের ওপর নির্ভরশীল নয়; এটি স্বশাসিত এবং নিজস্ব আয়ে পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্র সরকার শাটডাউনে : যে সব সংকট তৈরি হতে পারে

আপডেট সময় : ১২:০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

বাজেট ইস্যুতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের সমঝোতা ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র সরকার শাটডাউনে প্রবেশ করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাজেট জটিলতার কারণে সরকারি কার্যক্রমে অর্থায়ন অক্টোবর থেকে বন্ধ হয়ে যেতে পারে এবং তা দীর্ঘায়িতও হতে পারে।

এ অবস্থায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিমানে ভ্রমণ থেকে শুরু করে চিড়িয়াখানা ভ্রমণ পর্যন্ত নানা ধরনের ভোগান্তি তৈরি হতে পারে।

রাজনৈতিক অচলাবস্থার কারণে কেন্দ্রীয় সরকারের প্রায় ৪০ শতাংশ কর্মী—অর্থাৎ প্রায় ৭ লাখ ৫০ হাজার জন—অবৈতনিক ছুটিতে যেতে পারেন।

বিমানে ভ্রমণ

শাটডাউনের কারণে বিমানে ভ্রমণকারীরা নানা ভোগান্তির মুখে পড়তে পারেন। নিরাপত্তা চেকিংয়ে দীর্ঘ লাইন তৈরি হতে পারে। এ ছাড়া এয়ার ট্রাফিক কন্ট্রোল ও পরিবহন নিরাপত্তা প্রশাসন (টিএসএ)-এর কর্মীরা বেতন না পাওয়ায় কাজে অনুপস্থিত থাকলে ফ্লাইটে দেরি হতে পারে।

যদিও এ ধরনের কর্মীদের ‘অপরিহার্য’ ধরা হয় এবং তারা কাজ চালিয়ে যাবেন, তবে শাটডাউন শেষ না হওয়া পর্যন্ত বেতন পাবেন না। ২০১৮-১৯ সালের শাটডাউনে এই কর্মীদের অসুস্থতাজনিত ছুটি বেড়ে গিয়েছিল, ফলে দেশজুড়ে ফ্লাইট বিলম্বিত হয়েছিল।

বিদেশ ভ্রমণ

যারা বিদেশ ভ্রমণের পরিকল্পনা করেছেন, তাদেরও সমস্যা হতে পারে। যুক্তরাষ্ট্রের পাসপোর্ট সংস্থা জানিয়েছে, ভ্রমণের নথিপত্র প্রক্রিয়াকরণে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগতে পারে।

সরকারি কর্মীরা

সবচেয়ে বেশি ভোগান্তি হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। শাটডাউন চলাকালে তারা বেতন পাবেন না। আইনশৃঙ্খলা বাহিনী ও সীমান্ত সুরক্ষাকর্মীরা দায়িত্বে থাকলেও তারাও বেতন ছাড়া কাজ করবেন।

সিবিএস নিউজের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সর্বাধিক কর্মী বরখাস্ত হবে সরকারের পাঁচটি বিভাগে—প্রতিরক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, পররাষ্ট্র ও নাসা। জীবিকার জন্য অনেক কর্মী বিকল্প চাকরি খুঁজতে বাধ্য হতে পারেন।

অপরিহার্য নন এমন কর্মীরা বাড়িতে বসে থাকতে বাধ্য হবেন। এতে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ)-এর কর্মীরা ছুটিতে গেলে চলমান গবেষণা কার্যক্রম স্থগিত হয়ে যেতে পারে।

পার্ক ও উদ্যান

শাটডাউনে ফেডারেল জমি, জাতীয় পার্ক ও উদ্যানগুলো বন্ধ হয়ে যেতে পারে। গত শাটডাউনের সময়ও এসব স্থান দর্শনার্থীদের জন্য বন্ধ ছিল।

কারণ, এসব স্থানে কর্মরত রেঞ্জার ও অন্যান্য স্টাফকে ছুটিতে পাঠানো হয়েছিল। তাদের অনুপস্থিতিতে ভাঙচুর, চুরি ও পরিবেশের ক্ষতির ঘটনা ঘটেছিল। তাই এবারের শাটডাউনে এসব স্থান সম্পূর্ণ বন্ধ রাখার দাবি তুলেছেন সংরক্ষণকর্মীরা।

জাদুঘর ও চিড়িয়াখানা

স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের জাদুঘরগুলো ৬ অক্টোবর পর্যন্ত খোলা থাকবে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে জানানো হয়েছে, আগের বছরগুলোর আয় থেকে তারা কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

স্মিথসোনিয়ান পরিচালিত চিড়িয়াখানার প্রাণীদের যথারীতি যত্ন নেওয়া হলেও জনপ্রিয় লাইভ ওয়েবক্যাম সেবা বন্ধ থাকবে। ফলে অনলাইনে পান্ডা, হাতি বা সিংহ দেখার সুযোগ আর থাকবে না।

স্বাস্থ্য ও সামাজিক সেবা

বয়স্ক ও দরিদ্রদের জন্য মেডিকেয়ার ও মেডিকেইড চালু থাকলেও কর্মী সংকটের কারণে সেবায় বিলম্ব হতে পারে। নারী ও শিশুদের জন্য খাদ্যসহায়তা কর্মসূচি (ডব্লিউআইসি) তহবিল সংকটে পড়তে পারে।

বন্যাবিমা কর্মসূচি স্থগিত হলে অনেক বাড়ির মর্টগেজ প্রক্রিয়া বিলম্বিত হবে। দীর্ঘ শাটডাউন হলে ফেমা’র দুর্যোগ ত্রাণ তহবিলও ফুরিয়ে যেতে পারে।

ডাক বিভাগ

শাটডাউনের প্রভাব পড়বে না ডাক বিভাগে। ডাকঘর খোলা থাকবে এবং চিঠিপত্র যথারীতি বিতরণ হবে। কারণ, ডাক বিভাগ কংগ্রেসের তহবিলের ওপর নির্ভরশীল নয়; এটি স্বশাসিত এবং নিজস্ব আয়ে পরিচালিত হয়।