ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেশিরভাগ দেশই নারী নেতৃত্বকে ‘বাস্তবসম্মত মনে করে না’ : আল জাজিরার সাক্ষাৎকারে জামায়াত আমির প্রবাসীদের দাবিতে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাঁচাতে বিএনপির উদ্যোগ ৬২টি আসনে বিএনপির বিদ্রোহী ৭২ জন  কাকরদিয়া- তেরাদল- আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আনুষ্ঠানিক যাত্রা শুরু জামায়াত আমির বললেন, গালে হাত দিয়ে বসে থাকব না, গর্জে উঠব পাঁচ লাখ অভিবাসীকে বৈধ করবে স্পেন পৃথিবীতে জালিয়াতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ: প্রধান উপদেষ্টা পুরস্কার ঘোষণা করে কী লাভ হলো? লুটের অস্ত্র অপরাধীদের হাতে, নির্বাচন ঘিরে ‘বাড়তি উদ্বেগ’ পে স্কেল নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সরকারি কর্মচারীরা যুক্তরাজ্যে ‘অতিদারিদ্র্যে’ রেকর্ডসংখ্যক মানুষ, তালিকায় বাংলাদেশিরাও

যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন আরও ৩০ বাংলাদেশি

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৮:৩০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 216

হযরত শাহজালাল বিমানবন্দর ঢাকা

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈধ কাগজপত্র ছাড়াই বসবাসের অভিযোগে যুক্তরাষ্ট্র আরও ৩০ বাংলাদেশিকে দেশে পাঠিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তাঁদের বহনকারী একটি উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফেরত পাঠানোদের মধ্যে ২৯ জন পুরুষ এবং একজন নারী রয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে বৈধ নথি ছাড়া অবস্থানকারীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। এসবি সূত্র বলছে, এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৮৭ বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে পরাজিত ব্যক্তিদেরই দেশে ফেরত পাঠানো হচ্ছে। ফেরত পাঠানোর আগে তাঁদের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর আগে ৩০ বাংলাদেশিকে হাতকড়া পরিয়ে উড়োজাহাজে তোলা হয়। তবে ঢাকায় অবতরণের পর তাঁদের হাতকড়া খুলে দেওয়া হয় বলে ফেরত আসা ব্যক্তিরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন আরও ৩০ বাংলাদেশি

আপডেট সময় : ০৮:৩০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

বৈধ কাগজপত্র ছাড়াই বসবাসের অভিযোগে যুক্তরাষ্ট্র আরও ৩০ বাংলাদেশিকে দেশে পাঠিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তাঁদের বহনকারী একটি উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফেরত পাঠানোদের মধ্যে ২৯ জন পুরুষ এবং একজন নারী রয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে বৈধ নথি ছাড়া অবস্থানকারীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। এসবি সূত্র বলছে, এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৮৭ বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে পরাজিত ব্যক্তিদেরই দেশে ফেরত পাঠানো হচ্ছে। ফেরত পাঠানোর আগে তাঁদের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর আগে ৩০ বাংলাদেশিকে হাতকড়া পরিয়ে উড়োজাহাজে তোলা হয়। তবে ঢাকায় অবতরণের পর তাঁদের হাতকড়া খুলে দেওয়া হয় বলে ফেরত আসা ব্যক্তিরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন।