সংবাদ শিরোনাম :
মরুর বুকের পাহাড় বাগান : আমিরাতের আল আইন শহরে
৫২ বাংলা
- আপডেট সময় : ০৪:২৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮
- / 1874
জেবেল হাফীত বা ‘মাউন্টেন হাফীত’ হলো আল আইনের একটি অন্যতম আকর্ষণ। ওমানের সাথে সংযুক্ত আল আইন শহরের দক্ষিণ সীমানায় অবস্থিত এটি। 1986 সালে এই জায়গাটিতে পোঁছানোর জন্যে একটি হাইওয়ে নির্মাণ করা হয়। এটি প্রায় 1250 মিটার উচু এবং তার আঁকাবাঁকা সড়ক দিয়ে উপরে উঠা এবং পাথুরে পর্বতের এইযাত্রাটি মনে রাখার মতো একটি অভিজ্ঞতা।
ছবির জন্যে সুন্দর ব্যাকড্রপ আর দৃশ্যের প্রতিটি জায়গায় আছে আলাদা পার্কিংয়ের স্থান | ঠিক উপরে আছে, একটি ভালো ক্যাফে আর বসার জায়গা | আরো আছে সেখান থেকে আল আইনের ওয়াসিস সিটি দেখার সুযোগ |
[youtube]M8f-8YTXAc8[/youtube]






















