ভয় নয় সচেতন হতে আমিরাত সরকারের আহবান
- আপডেট সময় : ০৭:৩৫:১০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / 3602
গত ২৪ ঘণ্টায় সংযুক্ত আরব আমিরাতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ২৭৭ জন। নতুন করে সুস্থ হয়েছেন ২৩ জন এবং ১ জন এশিয়ান নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটিতে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০৭৬ জন। সুস্থ হয়েছেন ১৬৭ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ১১ জনের।
এ পর্যন্ত করোনা ভাইরাসে আমিরাতে ২৪ জন বাংলাদেশি আক্রান্তের খবর পাওয়া গেছে। এর মধ্যে ৬ জন সুস্থ হয়েছেন এবং ২ জনের মৃত্যু হয়েছে।
গতকালের তুলনায় আজ আমিরাতে আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়েছে বলে দেশটির মন্ত্রণালয় জানিয়েছে। দেশটিতে রোগ নিয়ন্ত্রণ আনতে সকল দেশের প্রবাসিদের সহযোগিতা কামনা করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে নিজের এবং অন্যজনের স্বাস্থ্য সুরক্ষার জন্য সরকার ঘোষিত আইন মেনে চলার আহবান জানানো হয়েছে।
সেই সাথে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, আতংকের কিছু নেই। সতর্কতা আর সামাজিক সচেতনতাই এই পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব।
এদিকে আজ থেকে দেশটি থেকে নির্ধারিত কিছু দেশে আউটবাউন্ড ফ্লাইট চলছে। যা আগামি ৩০ তারিখ পর্যন্ত চলবে বলে জানা যায়। তবে এই আউটবাউন্ড ফ্লাইটে বাংলাদেশ নেই।
























