ভোটে সরগরম ৩ বিশ্ববিদ্যালয় : ডাকসুতে প্রার্থী ৫৬৫ জন
- আপডেট সময় : ০৭:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / 163
ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ঢাকা, রাজশাহী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন সরগরম। ডাকসুর ভোট ৯ সেপ্টেম্বর, জাকসুতে ১১ সেপ্টেম্বর আর রাকসুর ভোট গ্রহণ হবে ১৫ সেপ্টেম্বর। ২৯ বছরের বিরতির পর ২০১৯ সালে ডাকসু নির্বাচন হয়েছিল। জাকসু এবং রাকসুতে নির্বাচন হচ্ছে ৩৫ বছর পর।
ছাত্র সংগঠনগুলো প্যানেল গঠন এবং ভোটের প্রচারে নেমেছে। কিন্তু বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের দৃশ্যমান নির্বাচনী তৎপরতা নেই কোনো ক্যাম্পাসে। কমিটির জ্যেষ্ঠ নেতা অনেকের ছাত্রত্ব না থাকায় তারা নির্বাচনে প্রার্থী হতে পারছেন না, এ কারণে নির্বাচনে তাদের আগ্রহ কম।
ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর : প্যানেল ঘোষণায় সরগরম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে দেশের প্রধান বিদ্যাপীঠটি। সোমবার (১৮ আগস্ট) ছিল মনোনয়ন ফরম নেওয়ার শেষ দিন। বিভিন্ন ছাত্র সংগঠন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। কেউ কেউ প্রার্থী প্যানেল ঘোষণাও করেছে।
বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৫৬৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে শেষ দিন মনোনয়নপত্র নিয়েছেন ৪৪২ জন।
শেষ সময়ের মধ্যেও প্যানেল চূড়ান্ত করতে পারেনি জাতীয়তাবাদী ছাত্রদল। কেবল ভিপি পদে ফরম নিয়েছেন তিন নেতা।
তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণের সবশেষ তারিখ ১৯ আগস্ট। পরদিন ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট।
নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাম জোট। এতে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন শেখ ইতি আফরোজ ইমি। তিনি আগের সংসদে শামসুন্নাহার হলের ভিপি ছিলেন। আর সাধারণ সম্পাদক বা জিএস পদে লড়বেন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু।
সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল।
এ নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদের প্রার্থী জুবেল জানান, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র কাউন্সিল, ছাত্র যুব আন্দোলন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক ছাত্র মঞ্চ ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তাদের প্যানেল করা হয়েছে। বামজোট থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী হয়েছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক। অন্য পদগুলোতে জোটের কারা কারা প্রার্থী, সেটি মঙ্গলবার প্রকাশ করা হবে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
এদিন জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির ডাকসু নির্বাচনে তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ২৮ সদস্যের সেই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম। সাধারণ সম্পাদক পদে লড়বেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ।
শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ৩৭ বার। এর মধ্যে ২৯ বারই হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলের ৫০ বছরে। স্বাধীন দেশে ৫৩ বছরে মাত্র ৮ বার ভোট দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।


















