ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার বিবিসিতে শেখ হাসিনার সাক্ষাৎকার: বিচার রাজনৈতিক প্রতিপক্ষের নিয়ন্ত্রিত ‘‘ক্যাঙ্গারু কোর্টের’’ ‘‘প্রহসন’’ ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত প্রবাসীদের দাবি অবহেলিত সিলেট- ৪ আসনে স্থানীয় যোগ্য নেতৃত্ব রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে’র গুণীজন সংবর্ধনা আগেআওয়ামী লীগ সমর্থক সন্দেহে রিকশাচালক ও নারীকে মারধর গণভোটে যে চার প্রশ্ন থাকবে, জুলাই জাতীয় সনদ জারি এবার ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ ও ভাঙচুর জাতীয় নির্বাচনের দিনেই গণভোট : জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর

ভারতে ড. ইউনূসকে অসুর রূপে উপস্থাপন, ‘অসম্মানজনক’ মন্তব্য ধর্ম উপদেষ্টার

৫২ বাংলা
  • আপডেট সময় : ১১:২৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 113

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ভারতের কলকাতায় দুর্গা পুজায় অসুর রূপে প্রতিমায় উপস্থাপন করাকে ‘অত্যন্ত নিন্দনীয় ও অসম্মানজনক’ বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট গ্রামে কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আয়োজিত ‘দেশ গঠনে মাদ্রাসাশিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, “মানুষের মধ্যে রাজনৈতিক পার্থক্য বা বিতর্ক থাকতেই পারে। কিন্তু একটি দেশের সরকারপ্রধানকে অন্য দেশে অসুর অর্থাৎ শয়তান হিসেবে উপস্থাপন করা অনভিপ্রেত ও দুঃখজনক। যারা এ কাজ করেছে, তারা ভালো কাজ করেনি। এতে মানুষের প্রতি মানুষের সম্মানবোধ ক্ষতিগ্রস্ত হয়।”

রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “বর্তমানে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা দেশের বাইরে রয়েছেন। তারা দেশে ফিরে এলে বিষয়টি যাচাই করে কারা এর সঙ্গে যুক্ত ছিল খোঁজ নিয়ে সিদ্ধান্ত নেবেন।”

চলমান শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, “হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। উৎসবকে কেন্দ্র করে সরকার সর্বোচ্চ নিরাপত্তা ও প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”

মাদ্রাসাশিক্ষার্থীদের ভূমিকা নিয়ে তিনি আরও বলেন, “দেশ গঠনে মাদ্রাসাশিক্ষার্থীরা অতীতের মতো ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। কারণ, মাদ্রাসাশিক্ষার্থীদের অনেকে প্রশাসন, চিকিৎসা, প্রকৌশলসহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখছেন।”

কাছাইট জামে মসজিদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ, কাছাইট জামে মসজিদ কমপ্লেক্সের আল্লামা শায়খ আব্দুল ওয়াহিদ ভূঁইয়া (বড় হুজুর), কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আমির হামজা ভূঁইয়া ও জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দসহ স্থানীয় আলেমসমাজের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ভারতে ড. ইউনূসকে অসুর রূপে উপস্থাপন, ‘অসম্মানজনক’ মন্তব্য ধর্ম উপদেষ্টার

আপডেট সময় : ১১:২৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ভারতের কলকাতায় দুর্গা পুজায় অসুর রূপে প্রতিমায় উপস্থাপন করাকে ‘অত্যন্ত নিন্দনীয় ও অসম্মানজনক’ বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট গ্রামে কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আয়োজিত ‘দেশ গঠনে মাদ্রাসাশিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, “মানুষের মধ্যে রাজনৈতিক পার্থক্য বা বিতর্ক থাকতেই পারে। কিন্তু একটি দেশের সরকারপ্রধানকে অন্য দেশে অসুর অর্থাৎ শয়তান হিসেবে উপস্থাপন করা অনভিপ্রেত ও দুঃখজনক। যারা এ কাজ করেছে, তারা ভালো কাজ করেনি। এতে মানুষের প্রতি মানুষের সম্মানবোধ ক্ষতিগ্রস্ত হয়।”

রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “বর্তমানে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা দেশের বাইরে রয়েছেন। তারা দেশে ফিরে এলে বিষয়টি যাচাই করে কারা এর সঙ্গে যুক্ত ছিল খোঁজ নিয়ে সিদ্ধান্ত নেবেন।”

চলমান শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, “হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। উৎসবকে কেন্দ্র করে সরকার সর্বোচ্চ নিরাপত্তা ও প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”

মাদ্রাসাশিক্ষার্থীদের ভূমিকা নিয়ে তিনি আরও বলেন, “দেশ গঠনে মাদ্রাসাশিক্ষার্থীরা অতীতের মতো ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। কারণ, মাদ্রাসাশিক্ষার্থীদের অনেকে প্রশাসন, চিকিৎসা, প্রকৌশলসহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখছেন।”

কাছাইট জামে মসজিদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ, কাছাইট জামে মসজিদ কমপ্লেক্সের আল্লামা শায়খ আব্দুল ওয়াহিদ ভূঁইয়া (বড় হুজুর), কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আমির হামজা ভূঁইয়া ও জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দসহ স্থানীয় আলেমসমাজের নেতৃবৃন্দ।