ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়া ‘বিমান ভ্রমণে সক্ষম নন’, মত মেডিকেল বোর্ডের শেখ হাসিনাই সিদ্ধান্ত নেবেন ভারতে কতদিন থাকবেন, জানালেন জয়শঙ্কর আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা ইসলামে পারিবারিক নির্যাতনের কোনো স্থান নেই-শায়খ আব্দুল কাইয়ুম লিবিয়া থেকে ৩১০ বাংলাদেশি দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত

বড়‌লেখা ফাউ‌ন্ডেশন ইউ কে’র সেলাই মেশিন মাস্ক ও সাবান বিতরণ

৫২ বাংলা
  • আপডেট সময় : ০১:৩০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
  • / 995
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুতাহের লিপু বড়‌লেখা প্রতিনিধি 

মৌলভীবাজারের বড়‌লেখার‌ পৌরসভা মিলনায়ত‌নে লন্ডনস্থ বড়‌লেখা ফাউ‌ন্ডেশন ইউকে এর উ‌দ্যো‌গে ১৫ জন দুস্থ ম‌হিলা‌দের মা‌ঝে সেলাই মি‌শিন বিতরণ করা হয়েছে।

১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুরে পৌর মিলনায়ত‌নে রেজাউল ইসলাম মিন্টু’র সঞ্চালনায় বড়‌লেখা ফাউ‌ন্ডেশন ইউ‌কে’র সভাপ‌তি সু‌হেল রহমা‌নের সভাপতিত্বে সেলাই মে‌শিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা উপ‌জেলা পরিষ‌দের চেয়ারম্যান সো‌য়েব আহমদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বড়‌লে‌খা পে‌ৗর মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী, উপ‌জেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উ‌দ্দিন, জেলা প‌রিষ‌দের সদস্য ও প্যানেল চেয়ারম্যন আবু আহমদ হা‌মিদুর রহমান শিপলু, উপ‌জেলা ম‌হিলা ভাইস চেয়ারম্যান রে‌হেনা বেগম হাসনা, বড়‌লেখা ফাউ‌ন্ডেশন ইউ কে এর উপ‌দেষ্টা ৪ নং উত্তর শাহবাজপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আহমেদ জুবা‌য়ের লিটন, ডাক্তার নজরুল ইসলাম, ৪ নং ওয়ার্ড‌ কাউ‌ন্সিলর ক‌বির আহমদ, সাংবা‌দিক ইকবাল হো‌সেন স্বপন, লিটন শরীফ, মিফতা আহ‌মেদ রিটন, মোঃ মাইনুল ইসলাম প্রমুখ।

প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে উপ‌জেলা চেয়ারম্যান সো‌য়েব আহমদ বড়‌লেখা ফাউ‌ন্ডেশন ইউ কে দুস্থ  ও আর্ত মানবতার কল্যা‌ণে এ‌গি‌য়ে আসার জন্য ভূয়সী প্রশংসা ক‌রে ব‌লেন, অসহায় ও দ‌রিদ্র জন‌গো‌ষ্টির কথা বি‌বেচনা ক‌রে বড়‌লেখায় স্থায়ীভা‌বে যেমন ক্যান্সার হাসপাতাল, ডায়বে‌টিস হাসপাতাল বা স্কুল-ক‌লেজ প্র‌তিষ্ঠা করার উ‌দ্যোগ গ্রহণ কর‌লে ইউ কে ফাউ‌ন্ডেশন বড়‌লেখা কে উপ‌জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে সব ধর‌ণের সহ‌যো‌গিতার আশ্বাস প্রদান ক‌রেন।

বড়‌লেখা ফাউ‌ন্ডেশন ইউ কে এর প্র‌তিষ্ঠাকালীন সভাপ‌তি সু‌হেল রহমান ব‌লেন, যুক্তরাজ্য এবং বাংলাদেশ সরকারের দাতব্য নীতিমালা অনুসরণের মাধ্যমে এই সংগঠন বড়লেখা উপজেলার আর্ত মানবতার কল্যানে দুটি প্রকল্প হাতে নিয়েছে। সকলের সাথে আলোচনার মাধ্যমে ২০২১ সালে বাস্তবায়নের কাজ শুরু করবে বলে আশ্বাস প্রদান করেন।

অপর‌দি‌কে ক‌রোনা ভাইরাস সংক্রমন প্র‌তি‌রো‌ধে ও জনগ‌ণের ম‌ধ্যে স‌চেতনতা সৃ‌ষ্টির ল‌ক্ষে এবং জনসাধার‌নের মা‌ঝে বিতর‌ণের জন্য বড়‌লেখা ফাউ‌ন্ডেশন ইউ কে এর পক্ষ থে‌কে বড়‌লেখা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌র মোঃ শামীম আল ইমরা‌নের হা‌তে ১০০০ হাজার মাস্ক ও সাবান তু‌লে দেন বড়‌লেখা ফাউ‌ন্ডেশন ইউ কে এর প্র‌তিষ্ঠাকালীন সভাপ‌তি সু‌হেল রহমান । এসময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন মৌলভীবাজর জেলা প‌রিষ‌দের প্যা‌নেল চেয়ারম্যান আবু আহমদ হা‌মিদুর রহমান শিপলু। এছাড়া আ‌রো অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়‌লেখা ফাউ‌ন্ডেশন ইউ কে’র সেলাই মেশিন মাস্ক ও সাবান বিতরণ

আপডেট সময় : ০১:৩০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০

আবুতাহের লিপু বড়‌লেখা প্রতিনিধি 

মৌলভীবাজারের বড়‌লেখার‌ পৌরসভা মিলনায়ত‌নে লন্ডনস্থ বড়‌লেখা ফাউ‌ন্ডেশন ইউকে এর উ‌দ্যো‌গে ১৫ জন দুস্থ ম‌হিলা‌দের মা‌ঝে সেলাই মি‌শিন বিতরণ করা হয়েছে।

১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুরে পৌর মিলনায়ত‌নে রেজাউল ইসলাম মিন্টু’র সঞ্চালনায় বড়‌লেখা ফাউ‌ন্ডেশন ইউ‌কে’র সভাপ‌তি সু‌হেল রহমা‌নের সভাপতিত্বে সেলাই মে‌শিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা উপ‌জেলা পরিষ‌দের চেয়ারম্যান সো‌য়েব আহমদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বড়‌লে‌খা পে‌ৗর মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী, উপ‌জেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উ‌দ্দিন, জেলা প‌রিষ‌দের সদস্য ও প্যানেল চেয়ারম্যন আবু আহমদ হা‌মিদুর রহমান শিপলু, উপ‌জেলা ম‌হিলা ভাইস চেয়ারম্যান রে‌হেনা বেগম হাসনা, বড়‌লেখা ফাউ‌ন্ডেশন ইউ কে এর উপ‌দেষ্টা ৪ নং উত্তর শাহবাজপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আহমেদ জুবা‌য়ের লিটন, ডাক্তার নজরুল ইসলাম, ৪ নং ওয়ার্ড‌ কাউ‌ন্সিলর ক‌বির আহমদ, সাংবা‌দিক ইকবাল হো‌সেন স্বপন, লিটন শরীফ, মিফতা আহ‌মেদ রিটন, মোঃ মাইনুল ইসলাম প্রমুখ।

প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে উপ‌জেলা চেয়ারম্যান সো‌য়েব আহমদ বড়‌লেখা ফাউ‌ন্ডেশন ইউ কে দুস্থ  ও আর্ত মানবতার কল্যা‌ণে এ‌গি‌য়ে আসার জন্য ভূয়সী প্রশংসা ক‌রে ব‌লেন, অসহায় ও দ‌রিদ্র জন‌গো‌ষ্টির কথা বি‌বেচনা ক‌রে বড়‌লেখায় স্থায়ীভা‌বে যেমন ক্যান্সার হাসপাতাল, ডায়বে‌টিস হাসপাতাল বা স্কুল-ক‌লেজ প্র‌তিষ্ঠা করার উ‌দ্যোগ গ্রহণ কর‌লে ইউ কে ফাউ‌ন্ডেশন বড়‌লেখা কে উপ‌জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে সব ধর‌ণের সহ‌যো‌গিতার আশ্বাস প্রদান ক‌রেন।

বড়‌লেখা ফাউ‌ন্ডেশন ইউ কে এর প্র‌তিষ্ঠাকালীন সভাপ‌তি সু‌হেল রহমান ব‌লেন, যুক্তরাজ্য এবং বাংলাদেশ সরকারের দাতব্য নীতিমালা অনুসরণের মাধ্যমে এই সংগঠন বড়লেখা উপজেলার আর্ত মানবতার কল্যানে দুটি প্রকল্প হাতে নিয়েছে। সকলের সাথে আলোচনার মাধ্যমে ২০২১ সালে বাস্তবায়নের কাজ শুরু করবে বলে আশ্বাস প্রদান করেন।

অপর‌দি‌কে ক‌রোনা ভাইরাস সংক্রমন প্র‌তি‌রো‌ধে ও জনগ‌ণের ম‌ধ্যে স‌চেতনতা সৃ‌ষ্টির ল‌ক্ষে এবং জনসাধার‌নের মা‌ঝে বিতর‌ণের জন্য বড়‌লেখা ফাউ‌ন্ডেশন ইউ কে এর পক্ষ থে‌কে বড়‌লেখা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌র মোঃ শামীম আল ইমরা‌নের হা‌তে ১০০০ হাজার মাস্ক ও সাবান তু‌লে দেন বড়‌লেখা ফাউ‌ন্ডেশন ইউ কে এর প্র‌তিষ্ঠাকালীন সভাপ‌তি সু‌হেল রহমান । এসময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন মৌলভীবাজর জেলা প‌রিষ‌দের প্যা‌নেল চেয়ারম্যান আবু আহমদ হা‌মিদুর রহমান শিপলু। এছাড়া আ‌রো অনেকে উপস্থিত ছিলেন।