ব্রাজিলে ভয়াবহ সাইক্লোনে পারানা স্টেইটে ব্যাপক ক্ষয়ক্ষতি
- আপডেট সময় : ০৭:৫৪:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- / 1500
ব্রাজিলে ভয়াবহ সাইক্লোনে পারানা স্টেইট শহরের কয়েকটি এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। ব্রাজিলের আবহাওয়া বিভাগ জানিয়েছে দীর্ঘ ৬ বছরের মধ্যে এরকম ঝড় হয়নি। প্রচন্ড ঝড়ে লন্ড ভন্ড হয়ে গেছে শহরের অদূরের অনেক এলাকা।
সাইক্লোনের প্রভাবে গত এক সপ্তাহ থেকে টানা বৃষ্টিতে এমনিতেই বিপর্যস্ত ছিল গোটা শহর। বিচ্ছিন্ন ছিল বিদ্যুত এবং খাবার পানির লাইন। বিভিন্ন জায়গায় প্রবল ঝড়ের ফলে ভেঙে পড়েছে প্রচুর গাছ।
সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে পারানা স্টেইট এর কয়েকটি শহর । বিশেষ করে জাকারাজিম শহরে বেশী ক্ষয়ক্ষতি হয়েছে। সাইক্লোন পরবর্তি সমময় স্থানীয় শিল্পকারখানা গুলো সাময়িক বন্ধ ছিল। রাস্তাঘাটে বিদুতের খুটি ও গাছপালা ভেঙ্গে পড়ায় যোগাযোগও বন্ধ ছিল।
অতিরিক্ত বৃষ্টির জেরে দক্ষিণ-পূর্ব ব্রাজিলের বেশিরভাগ নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। কিছু জায়গায় পানি জমে বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে।
সপ্তাহ দিন ধরে চলা ঝড়-বৃষ্টি হলেও অফিস- ইন্ড্রাস্টি সাময়িক সময়ের জন্য সরকারীভাবে বন্ধের ঘোষনা আসেনি। বাংলাদেশী সহ সবাইকে ঝড়-বৃষ্টি মাথা নিয়েই কাজে যেতে হচ্ছে।




















