ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ বাংলাদেশি শিক্ষার্থী!

বৈরুত বাংলাদেশ দূতাবাসের কৃতজ্ঞতা প্রকাশ

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৬:৫২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
  • / 1647
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৭ মে রোজ বুধবার লেবাননে অপারেটর ক্লিন কোম্পানিতে কর্মরত ৮৩ জন প্রবাসী বাংলাদেশী কর্মী যাদেরকে দুইটি হোটেলে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদেরকে লেবানন সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের Disaster Risk Management unit এর ব্যবস্থাপনায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাসমূহ ও এনজিও সর্বোচ্চ সহযোগিতায় খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করায় বৈরুত বাংলাদেশ দূতাবাস ধন্যবাদ ও কৃতজ্ঞ জানান।

পবিত্র ঈদুল ফিতর ঈদের দিন থেকে তাদেরকে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করছেন বলে দূতাবাসের ফেসবুক পেইজে আজ জানানো হয়।

যেই সকল খাদ্য সামগ্রী সহায়তা করা হয়েছে, তা হল:-(১) রসুন ২৪ কৌটা (গুড়া),( ২) রসুন ৫ কেজি (আলাদা), (৩) জিরা ২৪ কৌটা (গুঁড়া), (৪)আদা ২৪ কৌটা(গুঁড়া), (৫) হলুদ ১০ কেজি (১ কার্টুন), (৬) মরিচ ১০ কেজি (১ কার্টুন), (৭) কারী মসলা ২৪ কৌটা (১ কার্টুন), (৮) ধনিয়া ৬ কেজি (১ কার্টুন) (৯) টেষ্টি সল্ট ৫ প্যাকেট, (১০) তেজপাতা ২০ প্যাকেট, (১১) পাঁচ ফোড়ন ২৪ কৌটা (১ কার্টুন) (১২)দুধ ৪০০ গ্রাম (২০ প্যাকেট) (১৩) কিসমিস ২০ প্যাকেট, (১৪) বাদাম ৬ প্যাকেট, (১৫) নারিকেল গুঁড়া ২ কেজি, (১৬) সেমাই ৯৬ প্যাকেট, (১৭) সরিষার তেল ২৪ বোতল ৫০০ গ্রাম (১ কার্টুন) (১৮) কাঁচা মরিচ ১০ কেজি, (১৯) দারচিনি / লবঙ্গ / মসলা, (২০) তেল ৬০ কেজি, (২১) ২০০ কেজি চাল, (২২)আলু ৬০ কেজি, (২৩) মসুরের ডাউল ৩০ কেজি, (২৪) পানি ১০০ গ্যালন, (২৫) চিনি ১০ কেজি, (২৬) পেঁয়াজ ৫০ কেজি।

এছাড়া আরও রয়েছে :-(২৭) প্লাস্টিকের প্লেট ২৩০০ টি, (২৮) প্লাস্টিকের চামচ ৪২০০ টি, (২৯) প্লাস্টিকের কাঁটা চামচ ৪২০০ টি, (৩০) টিস্যু বক্স ২০০ টি, (৩১) পানির গ্লাস ৪২০০ টি, (৩২) ১০০ টুথ ব্রাশ ও পেস্ট দেয়া হয়।

দূতাবাস প্রথম দিন থেকেই তাদের সেবায় খাদ্য তৈরীর জন্য ০৩ জন বাবুর্চি নিয়োগ দিয়েছে।এছাড়াও বৈরুতে আল বস্তা এলাকায় লকডাউনকৃত ভবনেও খাদ্য সহায়তা দেয়া হচ্ছে বলে জানায় দূতাবাস।

এমন মানবিক সহযোগিতায় লেবানন সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের Disaster Risk Management unit এর ব্যবস্থাপনায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাসমূহ ও এনজিও’কে ধন্যবাদ ও কৃতজ্ঞ জানায় দূতাবাস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৈরুত বাংলাদেশ দূতাবাসের কৃতজ্ঞতা প্রকাশ

আপডেট সময় : ০৬:৫২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০

২৭ মে রোজ বুধবার লেবাননে অপারেটর ক্লিন কোম্পানিতে কর্মরত ৮৩ জন প্রবাসী বাংলাদেশী কর্মী যাদেরকে দুইটি হোটেলে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদেরকে লেবানন সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের Disaster Risk Management unit এর ব্যবস্থাপনায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাসমূহ ও এনজিও সর্বোচ্চ সহযোগিতায় খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করায় বৈরুত বাংলাদেশ দূতাবাস ধন্যবাদ ও কৃতজ্ঞ জানান।

পবিত্র ঈদুল ফিতর ঈদের দিন থেকে তাদেরকে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করছেন বলে দূতাবাসের ফেসবুক পেইজে আজ জানানো হয়।

যেই সকল খাদ্য সামগ্রী সহায়তা করা হয়েছে, তা হল:-(১) রসুন ২৪ কৌটা (গুড়া),( ২) রসুন ৫ কেজি (আলাদা), (৩) জিরা ২৪ কৌটা (গুঁড়া), (৪)আদা ২৪ কৌটা(গুঁড়া), (৫) হলুদ ১০ কেজি (১ কার্টুন), (৬) মরিচ ১০ কেজি (১ কার্টুন), (৭) কারী মসলা ২৪ কৌটা (১ কার্টুন), (৮) ধনিয়া ৬ কেজি (১ কার্টুন) (৯) টেষ্টি সল্ট ৫ প্যাকেট, (১০) তেজপাতা ২০ প্যাকেট, (১১) পাঁচ ফোড়ন ২৪ কৌটা (১ কার্টুন) (১২)দুধ ৪০০ গ্রাম (২০ প্যাকেট) (১৩) কিসমিস ২০ প্যাকেট, (১৪) বাদাম ৬ প্যাকেট, (১৫) নারিকেল গুঁড়া ২ কেজি, (১৬) সেমাই ৯৬ প্যাকেট, (১৭) সরিষার তেল ২৪ বোতল ৫০০ গ্রাম (১ কার্টুন) (১৮) কাঁচা মরিচ ১০ কেজি, (১৯) দারচিনি / লবঙ্গ / মসলা, (২০) তেল ৬০ কেজি, (২১) ২০০ কেজি চাল, (২২)আলু ৬০ কেজি, (২৩) মসুরের ডাউল ৩০ কেজি, (২৪) পানি ১০০ গ্যালন, (২৫) চিনি ১০ কেজি, (২৬) পেঁয়াজ ৫০ কেজি।

এছাড়া আরও রয়েছে :-(২৭) প্লাস্টিকের প্লেট ২৩০০ টি, (২৮) প্লাস্টিকের চামচ ৪২০০ টি, (২৯) প্লাস্টিকের কাঁটা চামচ ৪২০০ টি, (৩০) টিস্যু বক্স ২০০ টি, (৩১) পানির গ্লাস ৪২০০ টি, (৩২) ১০০ টুথ ব্রাশ ও পেস্ট দেয়া হয়।

দূতাবাস প্রথম দিন থেকেই তাদের সেবায় খাদ্য তৈরীর জন্য ০৩ জন বাবুর্চি নিয়োগ দিয়েছে।এছাড়াও বৈরুতে আল বস্তা এলাকায় লকডাউনকৃত ভবনেও খাদ্য সহায়তা দেয়া হচ্ছে বলে জানায় দূতাবাস।

এমন মানবিক সহযোগিতায় লেবানন সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের Disaster Risk Management unit এর ব্যবস্থাপনায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাসমূহ ও এনজিও’কে ধন্যবাদ ও কৃতজ্ঞ জানায় দূতাবাস।