সংবাদ শিরোনাম :
বিয়ানীবাজার পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
৫২ বাংলা
- আপডেট সময় : ০৮:১৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯
- / 1742
বিয়ানীবাজার পৌরসভা পর্যায়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। আজ বুধবার (১৯ জুন) সকালে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী আরিফুর রহমান।
বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) টিটু কুমার দে। কাউন্সিলর মো. নাজিম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল হক প্রমুখ। খেলায় ১১টি স্কুল অংশগ্রহণ করবে।


















