বিচারপতি এসএম মোর্শেদ গোল্ড এওয়ার্ড পেলেন অধ্যাপক দ্বারকেশ
- আপডেট সময় : ০৬:৩৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯
- / 2174
বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ বিচারপতি এসএম মোর্শেদ গোল্ড এওয়ার্ড লাভ করেছেন। গত ১৮ জানুয়ারী ঢাকার বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে তাঁর হাতে এ পদক তুলে দেয়া হয়। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাঁকে এ পদে মনোনীত করা হয়।
অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ দীর্ঘদিন থেকে বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা ক্ষেত্রেও এ প্রতিষ্টান অনন্য সাফল্য অর্জনে তার নেতৃত্ব প্রসংশনীয়। সিলেট বিভাগে উপজেলা পর্যায়ে বিয়ানীবাজার সরকারী কলেজ সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক কর্মকান্ডে অন্যতম সেরা হিসাবে প্রতিষ্ঠায় তার অগ্রনী ভূমিকা রয়েছে। সিলেট বিভাগের উপজেলা পর্যায়ে সর্বাধিক বিষয়ে অনার্স কোর্স চালু হওয়া কলেজটিতে তাঁর সময়েই ভৌত অবকাঠামোতে আধুনিকতার ছোঁয়া লেগেছে।
অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ এর পদক প্রাপ্তিতে বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ তারিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
গুণী এই শিক্ষাবিদের গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার জলঢুপ । একজন সজ্জন-নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী হিসেবে তাঁর খ্যাতি রয়েছে।




















