ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ বাংলাদেশি শিক্ষার্থী! কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে যেসব অত্যাধুনিক সুবিধা রয়েছে কাকরদিয়া–তেরাদল–আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আত্নপ্রকাশ

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন লন্ডন প্রবাসী সিলেটি হুমায়ুন কবির

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৯:৩৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / 111

হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলের যুগ্ম মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই দায়িত্বে থেকে তিনি বিএনপির আন্তর্জাতিক কার্যক্রম তত্ত্বাবধান করবেন।

বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সিলেটের সন্তান হুমায়ুন কবির বর্তমানে লন্ডনে বসবাস করেন। সেখানে স্থানীয় রাজনীতিতে যুক্ত থাকার পর তিনি বিএনপিতে সক্রিয় হন। পরে তিনি তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক কর্মকাণ্ডের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি পান। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বিএনপির প্রতিনিধি হয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ছিলেন।

গত ৫ অক্টোবর ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠকের একটি ভিডিওচিত্রে দেখা যায়, আলাপের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এখন থেকে হুমায়ুন কবির দেশেই থাকবেন এবং নির্বাচন করবেন।”

প্রতুত্তরে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন, তিনি বিষয়টি জানেন, এবং কোন আসন থেকে কাকে ‘ওয়াকওভার’ করা হচ্ছে তাও তাঁর জানা আছে।

সেই সময় হুমায়ুন কবিরের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “সিলেট থেকেই পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী আসছেন।”

বৈঠকের এই ভিডিওচিত্র গণমাধ্যমে প্রকাশের পর হুমায়ুন কবির ব্যাপক আলোচনায় আসেন। তিনি সিলেটের কোন আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা।

বর্তমানে হুমায়ুন কবির দেশের বাইরে রয়েছেন। তবে গত বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি ঘন ঘন দেশে ফিরে সিলেটে নানা রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

তিনি সিলেট-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। সম্প্রতি সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করে আলোচনায় আসেন তিনি। এই আসনে আরও মনোনয়নপ্রত্যাশী আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী। লুনা দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন লন্ডন প্রবাসী সিলেটি হুমায়ুন কবির

আপডেট সময় : ০৯:৩৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলের যুগ্ম মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই দায়িত্বে থেকে তিনি বিএনপির আন্তর্জাতিক কার্যক্রম তত্ত্বাবধান করবেন।

বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সিলেটের সন্তান হুমায়ুন কবির বর্তমানে লন্ডনে বসবাস করেন। সেখানে স্থানীয় রাজনীতিতে যুক্ত থাকার পর তিনি বিএনপিতে সক্রিয় হন। পরে তিনি তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক কর্মকাণ্ডের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি পান। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বিএনপির প্রতিনিধি হয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ছিলেন।

গত ৫ অক্টোবর ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠকের একটি ভিডিওচিত্রে দেখা যায়, আলাপের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এখন থেকে হুমায়ুন কবির দেশেই থাকবেন এবং নির্বাচন করবেন।”

প্রতুত্তরে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন, তিনি বিষয়টি জানেন, এবং কোন আসন থেকে কাকে ‘ওয়াকওভার’ করা হচ্ছে তাও তাঁর জানা আছে।

সেই সময় হুমায়ুন কবিরের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “সিলেট থেকেই পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী আসছেন।”

বৈঠকের এই ভিডিওচিত্র গণমাধ্যমে প্রকাশের পর হুমায়ুন কবির ব্যাপক আলোচনায় আসেন। তিনি সিলেটের কোন আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা।

বর্তমানে হুমায়ুন কবির দেশের বাইরে রয়েছেন। তবে গত বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি ঘন ঘন দেশে ফিরে সিলেটে নানা রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

তিনি সিলেট-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। সম্প্রতি সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করে আলোচনায় আসেন তিনি। এই আসনে আরও মনোনয়নপ্রত্যাশী আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী। লুনা দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় রয়েছেন।