ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলা স্কুল বার্সেলোনার উদ্যোগে পিঠা উৎসব

৫২ বাংলা
  • আপডেট সময় : ১১:৪৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯
  • / 1552
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

[youtube]CszofqwEd-E[/youtube]

 

বাংলা স্কুল বার্সেলোনার উদ্যোগে ২৩ মার্চ শনিবার ‘পিঠা উৎসব ২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এসকুয়েলা পিয়ার হল রুমে আবহমান বাংলার ঐতিহ্যবাহি পিঠা উৎসবে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী , রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সংগঠক, সমাজকর্মী , মিডিয়াকর্মী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
পিঠা উৎসবে নানা স্বাদের প্রায় ৭০ ধরনের পিঠা প্রদর্শিত হয়।
স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আলাউদ্দিন হক নেসার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ ও স্কুল শিক্ষক জাহাঙ্গীর আলম।

অতিথিসহ আয়োজকদের কেক কাটার মাধ্যমে বিকাল সাড়ে ৪ টায় পিঠা প্রদর্শনী শুরু হয়। পরে অতিথি ও বাংলা স্কুল এর ছাত্র-ছাত্রীদের ঐতিহ্যবাহী বাঙালি পিঠা পুলির সাথে পরিচয় করিয়ে দেন আয়োজকরা। প্রদর্শনী শেষে নানা স্বাদ ও রকমের পিঠা অতিথিদের খাওয়ার জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

পিঠার মধ্যে উল্লেখযোগ্য ছিল, বাংলার ঐতিহ্যবাহী ভাপা, খোলা চিতুই, দুধ চিতুই, কুলি, দুধপুলি, ক্ষিরেভরা পাটিসাপটা, সুন্দরী পাকান, আমিত্তি, নকশি, ফুলঝুরি, মুগডালের নকশি, প্রাণহারা, সুটকি ভর্তা,জামদানিসহ নানা স্বাদের ও রংঙের পিঠা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দুতাবাস বার্সেলোনায় নিযুক্ত অনারারী কন্যুাহলর সিনিয়র রামন পেদ্রো, বিশেষ অতিথি ছিলেন- বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিষয়ক প্রফেসর ডেভিড বোনদিয়া গ্রাসিয়া । এছাড়া উপস্থিত ছিলেন স্কুল কমিটির উপদেষ্টা মো. আউয়াল ইসলাম,মহিলা সমিতি সভাপতি মেহেতা হক জানু,নজরুল ইসলাম,
জাহাঙ্গীর আলম,আনোয়ার হোসেন চৌধুরী,উত্তম কুমার ,আফাজ জনি,শফিক খান,এখলাস মিয়া,মনিরুজ্জামাল সুহেল সহ কমিউনিটির অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনের বিশিষ্ট জনেরা।

 

 

কণ্ঠ: জিনাত সফিক

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মো: ছালাহ উদ্দিন

স্পেন ব্যুরো
ট্যাগস :

বাংলা স্কুল বার্সেলোনার উদ্যোগে পিঠা উৎসব

আপডেট সময় : ১১:৪৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯

[youtube]CszofqwEd-E[/youtube]

 

বাংলা স্কুল বার্সেলোনার উদ্যোগে ২৩ মার্চ শনিবার ‘পিঠা উৎসব ২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এসকুয়েলা পিয়ার হল রুমে আবহমান বাংলার ঐতিহ্যবাহি পিঠা উৎসবে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী , রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সংগঠক, সমাজকর্মী , মিডিয়াকর্মী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
পিঠা উৎসবে নানা স্বাদের প্রায় ৭০ ধরনের পিঠা প্রদর্শিত হয়।
স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আলাউদ্দিন হক নেসার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ ও স্কুল শিক্ষক জাহাঙ্গীর আলম।

অতিথিসহ আয়োজকদের কেক কাটার মাধ্যমে বিকাল সাড়ে ৪ টায় পিঠা প্রদর্শনী শুরু হয়। পরে অতিথি ও বাংলা স্কুল এর ছাত্র-ছাত্রীদের ঐতিহ্যবাহী বাঙালি পিঠা পুলির সাথে পরিচয় করিয়ে দেন আয়োজকরা। প্রদর্শনী শেষে নানা স্বাদ ও রকমের পিঠা অতিথিদের খাওয়ার জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

পিঠার মধ্যে উল্লেখযোগ্য ছিল, বাংলার ঐতিহ্যবাহী ভাপা, খোলা চিতুই, দুধ চিতুই, কুলি, দুধপুলি, ক্ষিরেভরা পাটিসাপটা, সুন্দরী পাকান, আমিত্তি, নকশি, ফুলঝুরি, মুগডালের নকশি, প্রাণহারা, সুটকি ভর্তা,জামদানিসহ নানা স্বাদের ও রংঙের পিঠা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দুতাবাস বার্সেলোনায় নিযুক্ত অনারারী কন্যুাহলর সিনিয়র রামন পেদ্রো, বিশেষ অতিথি ছিলেন- বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিষয়ক প্রফেসর ডেভিড বোনদিয়া গ্রাসিয়া । এছাড়া উপস্থিত ছিলেন স্কুল কমিটির উপদেষ্টা মো. আউয়াল ইসলাম,মহিলা সমিতি সভাপতি মেহেতা হক জানু,নজরুল ইসলাম,
জাহাঙ্গীর আলম,আনোয়ার হোসেন চৌধুরী,উত্তম কুমার ,আফাজ জনি,শফিক খান,এখলাস মিয়া,মনিরুজ্জামাল সুহেল সহ কমিউনিটির অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনের বিশিষ্ট জনেরা।

 

 

কণ্ঠ: জিনাত সফিক