ঢাকা ১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ বাংলাদেশি শিক্ষার্থী!

বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ এর কমিটি গঠন 

৫২ বাংলা
  • আপডেট সময় : ০১:০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
  • / 1204
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবৃত্তির জন্যে যূথবদ্ধ হতে আবৃত্তিশিল্পীদের প্রয়াস।বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ যখন জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের মহাসন্ধিক্ষণে, ঠিক তখনই প্রিয় মাতৃভূমিকে অন্ধকারে নিমজ্জিত করার অপচেষ্টায় উগ্র ধর্মান্ধ অপশক্তি মাথাচারা দিয়ে উঠেছে— হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার মধ্য দিয়ে স্বাধীনতার আনন্দধ্বনিকে স্তব্ধ করে দিতে।
বিজয়ের সুবর্ণরেখায় দাঁড়িয়ে চিরায়ত বাংলার ঐতিহ্য, কৃষ্টি ও সাংস্কৃতিক চেতনার প্রতি দায়বদ্ধতা থেকে মৌলবাদী শক্তির উৎখাত এবং দেশব্যাপী সংস্কৃতিকর্মীদের সৃজন ও সংগ্রামকে বিস্তৃততর করার ব্রত নিয়ে ব্যক্তিগত, সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক চর্চায় নিষ্ঠ আবৃত্তিশিল্পীদের যূথবদ্ধ মুখপাত্র হিসেবে যাত্রা শুরু করছে ‘বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ’। আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়কে আহ্বায়ক এবং রূপা চক্রবর্তীকে সদস্য সচিব করে ইতোমধ্যেই সংসদের ৬১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। একইসঙ্গে দেশের বরেণ্য কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের সমন্বয়ে ১৯ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পর্ষদ গঠিত হয়েছে।

দেশের সকল আবৃত্তিশিল্পী-কর্মী-সংগঠক, সংস্কৃতির সকল শাখার বন্ধু-স্বজন ও সর্বস্তরের শুভবোধসম্পন্ন মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে আবৃত্তি সমাজের নব গঠিত এ সংগঠন।

কমিটির প্রধান উপদেষ্টা হয়েছেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঞ্চসারথী আতাউর রহমান।

এছাড়া উপদেষ্টা মণ্ডলীবৃন্দ হলেন ;
সুবর্ণা মুস্তাফা এমপি,আবেদ খান, কাজী মদিনা,অধ্যাপক নিরন্জন অধিকারী,সানজিদা আখতার,ম. হামিদ,রেজওয়ানা চৌধুরী বন্যা, কবি রাম চন্দ্র দাস,আব্দুল হালিম দোভাষ,কবি আসাদ চৌধুরীকবি নির্মলেন্দু গুণ,কথাসাহিত্যিক সেলিনা হোসেন,কবি হাবীবুল্লাহ সিরাজী,কবি মুহম্মদ নূরুল হুদা,কবি কামাল চৌধুরী,কবি মিনার মনসুর,কবি শ্যামসুন্দর সিকদার,এবং কবি মারুফুল ইসলাম।

আহ্বায়ক হয়েছেন বরেণ্য আবৃত্তিশিল্পী ও গুণী নাট্যাভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়।
যুগ্ম আহ্বায়ক বৃন্দ হলেন যথাক্রমে:
পীযূষ বন্দ্যোপাধ্যায়,ডালিয়া আহমেদ,বেলায়েত হোসেন,ড. শাহাদাৎ হোসেন নিপু,হাসানুজ্জামান কল্লোল,দেওয়ান সাঈদুল হাসান,এবং জসিম উদ্দিন বকুল।

সদস্য সচিব হলেন রূপা চক্রবর্তী
এবং যুগ্ম সদস্য সচিব যথাক্রমে:
মাসকুর-এ-সাত্তার কল্লোল,নাজমুল আহসান,আবু নাছের মানিক,মাসুম আজিজুল বাসার,মজুমদার বিপ্লব,ফারুক তাহের,সুকান্ত গুপ্ত,এবং মো. মুজাহিদুল ইসলাম

এছাড়া সদস্যবৃন্দ হলেন;
শামীমা চৌধুরী,অঞ্চল চৌধুরী,জয়ন্ত রায়,তাপস মজুমদার,কাজল ইসলাম,বদরুল হুদা জেনু রেহানা পারভীন,রতন কুমার দাস,দেবাশিষ বাগচি,আমজাদ দোলন,মিলি চৌধুরী,জহিরুল ইসলাম খান,ড. সোলায়মান কবির সোহেল,শামীমা নাজনীন,কুমার লাভলু,সাফিয়া খন্দকার রেখা,শাহতাজ মুনমুন,নাঈমা রুম্মান,ফয়জুল্লাহ সাঈদ,শুক্লা দাশগুপ্তা,বশিরুল আমিন,প্রণব চৌধুরী,মামুন প্রামাণিক,প্রদ্যোত রায়,সাইফুল ইলসাম,অম্লান অভি,অনিকেত রাজেশ,ইমরান সাগর,বশিরুল আমিন,মাহতাব সোহেল,সারওয়ার নাঈম,মুনা চৌধুরী,লিজা চৌধুরী,লুলুয়া ইসহাক মুন্নী,সৈয়দ এরশাদুল হক মিলন,এনাম আজিজুল ইসলাম,মিসবাহিল মোকার রাবিন,পলি পারভীন,জেবুন নাহার শারমিন,শারমিন মুস্তারী নাজু,অনির্বাণ চৌধুরী,আসাদুজ্জান রুবেল,মাসুদ রানা,এবং হাসান মাহাদী লাল্টু।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ এর কমিটি গঠন 

আপডেট সময় : ০১:০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১

আবৃত্তির জন্যে যূথবদ্ধ হতে আবৃত্তিশিল্পীদের প্রয়াস।বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ যখন জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের মহাসন্ধিক্ষণে, ঠিক তখনই প্রিয় মাতৃভূমিকে অন্ধকারে নিমজ্জিত করার অপচেষ্টায় উগ্র ধর্মান্ধ অপশক্তি মাথাচারা দিয়ে উঠেছে— হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার মধ্য দিয়ে স্বাধীনতার আনন্দধ্বনিকে স্তব্ধ করে দিতে।
বিজয়ের সুবর্ণরেখায় দাঁড়িয়ে চিরায়ত বাংলার ঐতিহ্য, কৃষ্টি ও সাংস্কৃতিক চেতনার প্রতি দায়বদ্ধতা থেকে মৌলবাদী শক্তির উৎখাত এবং দেশব্যাপী সংস্কৃতিকর্মীদের সৃজন ও সংগ্রামকে বিস্তৃততর করার ব্রত নিয়ে ব্যক্তিগত, সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক চর্চায় নিষ্ঠ আবৃত্তিশিল্পীদের যূথবদ্ধ মুখপাত্র হিসেবে যাত্রা শুরু করছে ‘বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ’। আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়কে আহ্বায়ক এবং রূপা চক্রবর্তীকে সদস্য সচিব করে ইতোমধ্যেই সংসদের ৬১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। একইসঙ্গে দেশের বরেণ্য কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের সমন্বয়ে ১৯ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পর্ষদ গঠিত হয়েছে।

দেশের সকল আবৃত্তিশিল্পী-কর্মী-সংগঠক, সংস্কৃতির সকল শাখার বন্ধু-স্বজন ও সর্বস্তরের শুভবোধসম্পন্ন মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে আবৃত্তি সমাজের নব গঠিত এ সংগঠন।

কমিটির প্রধান উপদেষ্টা হয়েছেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঞ্চসারথী আতাউর রহমান।

এছাড়া উপদেষ্টা মণ্ডলীবৃন্দ হলেন ;
সুবর্ণা মুস্তাফা এমপি,আবেদ খান, কাজী মদিনা,অধ্যাপক নিরন্জন অধিকারী,সানজিদা আখতার,ম. হামিদ,রেজওয়ানা চৌধুরী বন্যা, কবি রাম চন্দ্র দাস,আব্দুল হালিম দোভাষ,কবি আসাদ চৌধুরীকবি নির্মলেন্দু গুণ,কথাসাহিত্যিক সেলিনা হোসেন,কবি হাবীবুল্লাহ সিরাজী,কবি মুহম্মদ নূরুল হুদা,কবি কামাল চৌধুরী,কবি মিনার মনসুর,কবি শ্যামসুন্দর সিকদার,এবং কবি মারুফুল ইসলাম।

আহ্বায়ক হয়েছেন বরেণ্য আবৃত্তিশিল্পী ও গুণী নাট্যাভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়।
যুগ্ম আহ্বায়ক বৃন্দ হলেন যথাক্রমে:
পীযূষ বন্দ্যোপাধ্যায়,ডালিয়া আহমেদ,বেলায়েত হোসেন,ড. শাহাদাৎ হোসেন নিপু,হাসানুজ্জামান কল্লোল,দেওয়ান সাঈদুল হাসান,এবং জসিম উদ্দিন বকুল।

সদস্য সচিব হলেন রূপা চক্রবর্তী
এবং যুগ্ম সদস্য সচিব যথাক্রমে:
মাসকুর-এ-সাত্তার কল্লোল,নাজমুল আহসান,আবু নাছের মানিক,মাসুম আজিজুল বাসার,মজুমদার বিপ্লব,ফারুক তাহের,সুকান্ত গুপ্ত,এবং মো. মুজাহিদুল ইসলাম

এছাড়া সদস্যবৃন্দ হলেন;
শামীমা চৌধুরী,অঞ্চল চৌধুরী,জয়ন্ত রায়,তাপস মজুমদার,কাজল ইসলাম,বদরুল হুদা জেনু রেহানা পারভীন,রতন কুমার দাস,দেবাশিষ বাগচি,আমজাদ দোলন,মিলি চৌধুরী,জহিরুল ইসলাম খান,ড. সোলায়মান কবির সোহেল,শামীমা নাজনীন,কুমার লাভলু,সাফিয়া খন্দকার রেখা,শাহতাজ মুনমুন,নাঈমা রুম্মান,ফয়জুল্লাহ সাঈদ,শুক্লা দাশগুপ্তা,বশিরুল আমিন,প্রণব চৌধুরী,মামুন প্রামাণিক,প্রদ্যোত রায়,সাইফুল ইলসাম,অম্লান অভি,অনিকেত রাজেশ,ইমরান সাগর,বশিরুল আমিন,মাহতাব সোহেল,সারওয়ার নাঈম,মুনা চৌধুরী,লিজা চৌধুরী,লুলুয়া ইসহাক মুন্নী,সৈয়দ এরশাদুল হক মিলন,এনাম আজিজুল ইসলাম,মিসবাহিল মোকার রাবিন,পলি পারভীন,জেবুন নাহার শারমিন,শারমিন মুস্তারী নাজু,অনির্বাণ চৌধুরী,আসাদুজ্জান রুবেল,মাসুদ রানা,এবং হাসান মাহাদী লাল্টু।