বাংলাদেশে কোরবানির ঈদ ৭ জুন, টানা ১০ দিনের ছুটি
- আপডেট সময় : ০১:৪৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
- / 325

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৭ জুন (শুক্রবার) দেশে উদযাপিত হবে ঈদুল আজহা।
বুধবার (২৮ মে ২০২৫) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
বৈঠক শেষে জানানো হয়, বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। ফলে আগামী ৭ জুন, জিলহজের ১০ তারিখে, সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহায় পশু কোরবানির মাধ্যমে আত্মত্যাগ, ত্যাগ ও আল্লাহর সন্তুষ্টি লাভের শিক্ষা গুরুত্ব পায়।
এ বছর ঈদ উপলক্ষে ৫ ও ৬ জুন এবং ৮ থেকে ১০ জুন পর্যন্ত ছুটি আগেই নির্ধারিত ছিল। এরপর উপদেষ্টা পরিষদের নির্বাহী আদেশে ১১ ও ১২ জুনকেও ছুটির আওতায় আনা হয়। পরবর্তী দুই দিন—১৩ জুন শুক্রবার ও ১৪ জুন শনিবার—সাপ্তাহিক ছুটি হওয়ায় সর্বমোট ১০ দিনের টানা ছুটিতে যাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। আর সংবাদপত্রের ছুটি হচ্ছে পাঁচ দিন।
অন্যদিকে সৌদি আরবে মঙ্গলবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সেদেশে ঈদুল আজহা পালিত হবে ৬ জুন, আর হজ অনুষ্ঠিত হবে তার আগের দিন, ৫ জুন। সাধারণত সৌদি আরবের পরদিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়।



















