বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে মিলাদ: ইমাম-মুয়াজ্জিনকেও কারাগারে
- আপডেট সময় : ০৯:৩০:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / 127
নোয়াখালীর কবিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেওয়ার অভিযোগে এক ইমাম, এক মুয়াজ্জিন এবং যুবলীগের দুই কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় চারজনকে নোয়াখালী মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া।
কারাগারে যাওয়া চারজন হলেন—
- দক্ষিণ রামেশ্বরপুর গ্রামের সাব্বির আহমেদের ছেলে মেহেদী হাসান সুমন (৪০)
- একই গ্রামের ক্বারী ওবায়দুল হকের ছেলে আবদুল করিম (৫২)
- সাতবাড়িয়া জামে মসজিদের ইমাম ইমাম উদ্দিন (৩২)
- মুয়াজ্জিন নজরুল ইসলাম (২০)
ওসি শাহীন মিয়া জানান, শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে দক্ষিণ রামেশ্বরপুর গ্রামে ‘মরহুম স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশনের’ ব্যানারে বঙ্গবন্ধুর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে নিষিদ্ধ থাকা যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাতবাড়িয়া জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনও অংশ নেন। পরে ওই মিলাদ ও দোয়া মাহফিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর রাত ৯টার দিকে পুলিশ চারজনকে আটক করে।
শনিবার বেলা ৩টার দিকে কবিরহাট থানার এসআই আনিস আল মাহমুদ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় ওই চারজন ছাড়াও আরও ২৯ জনকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ৪০ থেকে ৪৫ জনকেও আসামি করা হয়েছে।


















