ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পাওয়ার অব অ্যাটর্নি’ সংশোধন, প্রবাসীদের কতটা সুবিধা হল? রূপসায় গুলিতে সৌদি প্রবাসী যুবক নিহত গণভোট প্রশ্নে বিএনপির প্রস্তাব ভুল, স্বীকার করলেন আমীর খসরু ‘আসন সমঝোতা’ জামায়াতের ‘গোপন’ কৌশল? ট্রাম্প বললেন, নিউইয়র্ক সার্বভৌমত্ব হারিয়েছে, কমিউনিস্ট শহর হয়ে যাবে সৌদিতে সভা-সমাবেশে কঠোর ব্যবস্থা: সতর্কতা দূতাবাসের মামদানির জয়—ট্রাম্পের ক্ষমতা কি নড়বড়ে হচ্ছে? চট্টগ্রামে প্রকাশ্যে গুলি বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, ‘শীর্ষ সন্ত্রাসী’ সরোয়ার নিহত নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি, ভাঙলেন সর্বকনিষ্ঠের রেকর্ড পিতৃপরিচয়ে ধানের শীষ পেলেন ২৪ জন, প্রথমবার নির্বাচনে ৮১ জন

বঙ্গবন্ধুর ছবি ছাড়া নতুন নোট কেমন হলো

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৪:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 267
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাজারে ছাড়ার আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি না থাকা তিনটি নতুন নোটের নকশা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নকশার ২০, ৫০ ও ১০০০ টাকার এই নোটগুলো বাজারে ছাড়া হবে ১ জুন থেকে। পাশাপাশি বর্তমানে প্রচলিত ২০, ৫০ ও ১০০০ টাকার নোট আগের মতোই চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ বিষয়কে কেন্দ্র করে নতুন নকশা ও সিরিজে ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রচলনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ১০০০ টাকার নোটের এক পাশে রয়েছে জাতীয় সংসদ ভবন এবং অন্য পাশে জাতীয় স্মৃতি সৌধের ছবি। ৫০ টাকার নোটে এক পাশে আহসান মঞ্জিল এবং অন্য পাশে শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’-এর প্রতিচ্ছবি রয়েছে। ২০ টাকার নোটে ব্যবহার করা হয়েছে দিনাজপুরের কান্তজিউ মন্দির ও নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারের চিত্র।

তিনটি নোটেই বর্তমান গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, “এই তিনটি নতুন নকশার নোট ছাড়াও ৫০০, ২০০, ১০০, ১০, ৫ ও ২ টাকার নতুন নোট ছাপার প্রক্রিয়া হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।”

এর আগে, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার জানিয়েছিলেন, “আগামী সপ্তাহের রোববার অথবা সোমবার নাগাদ নতুন নোট পাওয়া যাবে।” এরও আগে, ২৪ মে গভর্নর আহসান এইচ মনসুর সাংবাদিকদের জানিয়েছিলেন, “কোনো ব্যক্তির ছবি বাদ দিয়ে ঈদের আগেই নতুন নকশার নোট বাজারে আসছে।”

বছরের শুরুতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান ইঙ্গিত দিয়েছিলেন, বঙ্গবন্ধুর ছবি ছাড়া নতুন নোট এপ্রিলের শেষ অথবা মে মাসের শুরুতেই বাজারে আসতে পারে।

রমজানের শুরুতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ঈদকে সামনে রেখে ১৯ মার্চ থেকে নতুন টাকা পাওয়া যাবে। সেইসব আগের নকশার নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর ছিল। আর বঙ্গবন্ধুবিহীন নকশার নতুন নোট বাজারে ছাড়ার কথা ছিল এপ্রিলের শেষ বা মে’র শুরুতে।

তবে নির্ধারিত সময়ের কয়েক দিন আগেই বাংলাদেশ ব্যাংক জানিয়ে দেয়, বঙ্গবন্ধুর ছবি সংবলিত নতুন নোট ঈদের আগে ছাড়া হচ্ছে না, কোরবানির ঈদের আগে নতুন নকশার নোট বাজারে ছাড়া হবে।

তবে কেন ওই সময় নতুন নোট ছাড়া হয়নি, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি বাংলাদেশ ব্যাংক।

যদিও মুখপাত্র সেসময় কিছু না বললেও গুঞ্জন রয়েছে, বঙ্গবন্ধুর ছবিসংবলিত নোট নিয়ে আপত্তির কারণে রোজার ঈদে আগের নকশার নতুন নোট বাজারে ছাড়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বঙ্গবন্ধুর ছবি ছাড়া নতুন নোট কেমন হলো

আপডেট সময় : ০৪:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

বাজারে ছাড়ার আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি না থাকা তিনটি নতুন নোটের নকশা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নকশার ২০, ৫০ ও ১০০০ টাকার এই নোটগুলো বাজারে ছাড়া হবে ১ জুন থেকে। পাশাপাশি বর্তমানে প্রচলিত ২০, ৫০ ও ১০০০ টাকার নোট আগের মতোই চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ বিষয়কে কেন্দ্র করে নতুন নকশা ও সিরিজে ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রচলনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ১০০০ টাকার নোটের এক পাশে রয়েছে জাতীয় সংসদ ভবন এবং অন্য পাশে জাতীয় স্মৃতি সৌধের ছবি। ৫০ টাকার নোটে এক পাশে আহসান মঞ্জিল এবং অন্য পাশে শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’-এর প্রতিচ্ছবি রয়েছে। ২০ টাকার নোটে ব্যবহার করা হয়েছে দিনাজপুরের কান্তজিউ মন্দির ও নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারের চিত্র।

তিনটি নোটেই বর্তমান গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, “এই তিনটি নতুন নকশার নোট ছাড়াও ৫০০, ২০০, ১০০, ১০, ৫ ও ২ টাকার নতুন নোট ছাপার প্রক্রিয়া হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।”

এর আগে, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার জানিয়েছিলেন, “আগামী সপ্তাহের রোববার অথবা সোমবার নাগাদ নতুন নোট পাওয়া যাবে।” এরও আগে, ২৪ মে গভর্নর আহসান এইচ মনসুর সাংবাদিকদের জানিয়েছিলেন, “কোনো ব্যক্তির ছবি বাদ দিয়ে ঈদের আগেই নতুন নকশার নোট বাজারে আসছে।”

বছরের শুরুতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান ইঙ্গিত দিয়েছিলেন, বঙ্গবন্ধুর ছবি ছাড়া নতুন নোট এপ্রিলের শেষ অথবা মে মাসের শুরুতেই বাজারে আসতে পারে।

রমজানের শুরুতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ঈদকে সামনে রেখে ১৯ মার্চ থেকে নতুন টাকা পাওয়া যাবে। সেইসব আগের নকশার নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর ছিল। আর বঙ্গবন্ধুবিহীন নকশার নতুন নোট বাজারে ছাড়ার কথা ছিল এপ্রিলের শেষ বা মে’র শুরুতে।

তবে নির্ধারিত সময়ের কয়েক দিন আগেই বাংলাদেশ ব্যাংক জানিয়ে দেয়, বঙ্গবন্ধুর ছবি সংবলিত নতুন নোট ঈদের আগে ছাড়া হচ্ছে না, কোরবানির ঈদের আগে নতুন নকশার নোট বাজারে ছাড়া হবে।

তবে কেন ওই সময় নতুন নোট ছাড়া হয়নি, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি বাংলাদেশ ব্যাংক।

যদিও মুখপাত্র সেসময় কিছু না বললেও গুঞ্জন রয়েছে, বঙ্গবন্ধুর ছবিসংবলিত নোট নিয়ে আপত্তির কারণে রোজার ঈদে আগের নকশার নতুন নোট বাজারে ছাড়া হয়নি।