বঙ্গবন্ধুকে নিয়ে আসিফ নজরুল যা লিখেছিলেন, ফেসবুকে ঘুরছে
- আপডেট সময় : ০৯:০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / 171
ড. আসিফ নজরুল এখন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা। এই অর্ন্তবর্তী সরকারের আমলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত বাতিল হয়েছে। সাংবিধানিকভাবে এখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা হলেও তাঁর ছবি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা থেকে বাদ দেওয়া হয়েছে। ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়িটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুড়িয়ে দেওয়া হয়েছে। ১৫ আগস্ট শোক দিবস পালনের চেষ্টা করা হলে ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে অর্ন্তবর্তী সরকারের পক্ষ থেকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল একজন লেখক, একসময় সাংবাদিকতাও করেছেন। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের কট্টর সমালোচনা করলেও বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছেন।
বর্তমানে বঙ্গবন্ধুকে স্মরণে যখন বাধা দেওয়া হচ্ছে তখন আসিফ নজরুলের পুরনো পোস্ট গুলো ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করছেন। কেউ কেউ স্ক্রিনশর্ট দিয়ে পোস্ট দিচ্ছেন।
কবিতা ‘প্রিয় বঙ্গবন্ধু’
আসিফ নজরুল বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ একটি কবিতা পোস্ট করেন ফেসবুকে। শিরোনাম-‘প্রিয় বঙ্গবন্ধু’। কবিতাটি হলো-
‘‘প্রিয় বঙ্গবন্ধু
আমার ভালোবাসা নিন।
আমি আপনাকে ভালোবাসি
আপনাকে ভালোবাসতে হলে আওয়ামী লীগ হওয়ার প্রয়োজন নেই।
প্রয়োজন নেই লোভী হওয়ার কিংবা ভীত হওয়ার।
একচোখা বা মনগড়া ইতিহাস পড়ার, গড়ার।
প্রয়োজন নেই মানুষকে দুঃখে রেখে আতশবাজি উল্লাসের,
কিংবা বাধ্যতামূলক বা চতুর বিনয়ের।
আপনাকে ভালোবাসতে লাগে কিছুটা বিবেক
কিছুটা যুক্তিবোধ, নিজের মানচিত্র চেনা
আর সামান্য একটু মনুষ্যত্ববোধ।
আমি আপনাকে ভালোবাসি।
কিছু দুঃখ, কিছু অভিযোগ নিয়েও ভালোবাসব সকল সময়।
কারণ আপনার কাছে আমরা পেয়েছি অনেক অনেক বেশি।
কারণ আপনি তুলনাহীন আত্মত্যাগে, সাহসে আর দেশপ্রেমে।
কারণ আপনি না জন্মালে সেদিন স্বাধীন হতো না বাংলাদেশ।
আর আমিও আজকে থাকতাম না আমার জায়গায়।
আমরা কেউ থাকতাম না আমাদের জায়গায়।
আপনাকে আরো ভালোবাসি
কারণ দেখেছি আপনার অজস্র হাসি, আপনার সাথে রাসেলের ছবি।
প্রিয় বঙ্গবন্ধু, আমার ভালোবাসা নিন।
জন্মদিনের শুভেচ্ছা।
আল্লাহ্ আপনাকে ভালো রাখুন।’’
যে স্বাধীনতা এনেছেন তার সুফল ভোগ করছি
আসিফ নজরুল ২০১৮ সালে ১৫ আগস্ট শোক দিবসে লিখেন, ‘সব অপপ্রচার আর অতিরঞ্জনের মাঝে সবচেয়ে ধ্রুব সত্য হচ্ছে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার স্থপতি, অবিসংবাদিত প্রধান নেতা।
যে স্বাধীনতা এনেছেন তিনি, কমবেশী তার সুফল ভোগ করছি আমি, আপনি সবাই।
পরম শ্রদ্ধা আর কৃতজ্ঞতার সাথে স্বরণ করছি বঙ্গবন্ধুকে। মাগফেরাত কামনা করছি তার ও তার পরিবারের সকলের।’’
গভীর শান্তিতে থাকুন বঙ্গবন্ধু
পরের বছর ২০১৯ সালের ১৫ আগস্ট আসিফ নজরুল লিখেছেন, ‘গভীর শান্তিতে থাকুন বঙ্গবন্ধু। বাংলাদেশের জন্ম হয়েছে মূলত আপনার অতুলনীয় ত্যাগ, নেতৃত্ব ও সাহসিকতার কারনে।
আপনার প্রতি অসীম শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।’’
শোক প্রকাশের স্বাধীনতা চাই!
২০২৩ সালের ২২ আগস্ট আসিফ নজরুল লিখেছেন, ‘‘কার মৃত্যুতে কে দু:খিত হবে এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। কার দু:খে কে দু:খ পাবে বা কার জন্য কে দোয়া করবে এটাও একান্ত ব্যক্তিগত বিষয়।
এর উপর কোনরকম রাষ্ট্রীয়, রাজনৈতিক বা ব্যক্তিগত হস্তক্ষেপ হতে পারে না। শোক প্রকাশের স্বাধীনতা থাকতেই হবে।’’

















