বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ কাদের সিদ্দিকী
- আপডেট সময় : ০৭:১৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / 81
টাঙ্গাইলের সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সখিপুর খান মার্কেটস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় এ ঘটনা ঘটে। উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভা শুরু হয়। দুপুর ১২টার দিকে কাদের সিদ্দিকী সভায় যোগ দেন। টিনশেডের ঘরে প্রচণ্ড গরমের মধ্যে তিনি প্রায় দুই ঘণ্টা স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য শোনেন। পরে দুপুর সোয়া ২টার দিকে বক্তব্য শুরু করেন। প্রায় ১০ মিনিট দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার পর বসে যান। কিন্তু বসে মাত্র এক মিনিট বক্তব্য দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন। পরে দুজন কর্মীর সহায়তায় তাকে ব্যক্তিগত গাড়িতে উঠিয়ে সখিপুরের বাড়িতে নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসা দেওয়া হয়।
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন বলেন, “কাদের সিদ্দিকী এখন অনেকটাই সুস্থ আছেন। তার রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। ইসিজিও করা হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলেও ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে আলোচনা করে চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন, প্রচণ্ড গরমের কারণেই তিনি অসুস্থ হয়েছিলেন। বর্তমানে তিনি নিজ বাসায় বিশ্রামে আছেন।”

















