ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়া ‘বিমান ভ্রমণে সক্ষম নন’, মত মেডিকেল বোর্ডের শেখ হাসিনাই সিদ্ধান্ত নেবেন ভারতে কতদিন থাকবেন, জানালেন জয়শঙ্কর আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা ইসলামে পারিবারিক নির্যাতনের কোনো স্থান নেই-শায়খ আব্দুল কাইয়ুম লিবিয়া থেকে ৩১০ বাংলাদেশি দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত

পাঁচ বছরে ছয় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায়

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৯:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / 270
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি


রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি ফাইটার জেট (প্রশিক্ষণ বিমান) বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উত্তরার মাইলস্টোন কলেজ এলাকা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরসহ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা এটাই প্রথম নয়। বিগত পাঁচ বছরে এ নিয়ে ছয়টি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হলো।

◉ ২০২৫: যশোর
২০২৫ সালের ১৩ মার্চ (বৃহস্পতিবার) যশোর বিমানবন্দরে জরুরি অবতরণের সময় বাংলাদেশ বিমানবাহিনীর একটি গ্রব-১২০টিপি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুপুর ১২টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
আইএসপিআরের তথ্যমতে, বিমানে থাকা দুই পাইলট গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লিডার আহমদ মূসা নিরাপদ ছিলেন। উড্ডয়নটি দুপুর ১২টা ১৮ মিনিটে যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি থেকে শুরু হয়েছিল।

◉ ২০২৪: পতেঙ্গা
২০২৪ সালের ৯ মে (বৃহস্পতিবার) সকাল ১০টা ২৫ মিনিটে কর্ণফুলী নদীর মোহনার কাছে বিমানবাহিনীর ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে।
আইএসপিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী, উইং কমান্ডার মো. সোহান হাসান খান ও স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ প্যারাসুট ব্যবহার করে নদীতে অবতরণ করেন। পরে যৌথ উদ্ধার অভিযানে তাঁদের উদ্ধার করা হয়।
স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে দ্রুত বিএনএস পতেঙ্গায় নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

◉ ২০২৩: বগুড়া
২০২৩ সালের ১৫ অক্টোবর (রোববার) দুপুর ১টার দিকে বগুড়ার কাহালু উপজেলার বড়মহর গ্রামে একটি পিটি-৬ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, বিমানের দুজন পাইলট নিরাপদে অবতরণ করতে সক্ষম হন।

◉ ২০২১: রাজশাহী (তানোর)
২০২১ সালের ১৬ মার্চ (মঙ্গলবার) রাজশাহীর তানোর উপজেলার দেবীপুর গ্রামের একটি খেতে বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি সেসনা-১৫২ প্রশিক্ষণ বিমান ইঞ্জিন বিকল হয়ে বিধ্বস্ত হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, পাইলট ও প্রশিক্ষণার্থী উভয়ই অক্ষত ছিলেন।

◉ ২০২১: রাজশাহী বিমানবন্দর
২০২১ সালের ৯ জানুয়ারি (শনিবার) বেলা ৩টা ১৫ মিনিটে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান রাজশাহী বিমানবন্দরে অবতরণের সময় চাকা ফেটে যায়।
বিমানবন্দরের কর্তৃপক্ষ জানায়, প্রশিক্ষক ও শিক্ষার্থী উভয়ই নিরাপদে বেরিয়ে আসেন।

অতীতের আরও কিছু নজির
২০১৫ সালের ১ এপ্রিল: রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে প্রশিক্ষণার্থী পাইলট তামান্না রহমান নিহত হন।

২০১৭ সালের ২৭ ডিসেম্বর: সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বিমানবাহিনীর দুটি ইয়াক-১৩০ বিমান কক্সবাজারের মহেশখালী এলাকায় বিধ্বস্ত হয়।

২০১৮ সালের ১ জুলাই: রাত ৯টা ৬ মিনিটে যশোর বিমানবন্দরের পশ্চিম পাশে বাউর এলাকায় বিমানবাহিনীর একটি কে-৮ডব্লিউ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাঁচ বছরে ছয় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায়

আপডেট সময় : ০৯:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫


রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি ফাইটার জেট (প্রশিক্ষণ বিমান) বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উত্তরার মাইলস্টোন কলেজ এলাকা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরসহ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা এটাই প্রথম নয়। বিগত পাঁচ বছরে এ নিয়ে ছয়টি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হলো।

◉ ২০২৫: যশোর
২০২৫ সালের ১৩ মার্চ (বৃহস্পতিবার) যশোর বিমানবন্দরে জরুরি অবতরণের সময় বাংলাদেশ বিমানবাহিনীর একটি গ্রব-১২০টিপি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুপুর ১২টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
আইএসপিআরের তথ্যমতে, বিমানে থাকা দুই পাইলট গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লিডার আহমদ মূসা নিরাপদ ছিলেন। উড্ডয়নটি দুপুর ১২টা ১৮ মিনিটে যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি থেকে শুরু হয়েছিল।

◉ ২০২৪: পতেঙ্গা
২০২৪ সালের ৯ মে (বৃহস্পতিবার) সকাল ১০টা ২৫ মিনিটে কর্ণফুলী নদীর মোহনার কাছে বিমানবাহিনীর ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে।
আইএসপিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী, উইং কমান্ডার মো. সোহান হাসান খান ও স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ প্যারাসুট ব্যবহার করে নদীতে অবতরণ করেন। পরে যৌথ উদ্ধার অভিযানে তাঁদের উদ্ধার করা হয়।
স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে দ্রুত বিএনএস পতেঙ্গায় নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

◉ ২০২৩: বগুড়া
২০২৩ সালের ১৫ অক্টোবর (রোববার) দুপুর ১টার দিকে বগুড়ার কাহালু উপজেলার বড়মহর গ্রামে একটি পিটি-৬ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, বিমানের দুজন পাইলট নিরাপদে অবতরণ করতে সক্ষম হন।

◉ ২০২১: রাজশাহী (তানোর)
২০২১ সালের ১৬ মার্চ (মঙ্গলবার) রাজশাহীর তানোর উপজেলার দেবীপুর গ্রামের একটি খেতে বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি সেসনা-১৫২ প্রশিক্ষণ বিমান ইঞ্জিন বিকল হয়ে বিধ্বস্ত হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, পাইলট ও প্রশিক্ষণার্থী উভয়ই অক্ষত ছিলেন।

◉ ২০২১: রাজশাহী বিমানবন্দর
২০২১ সালের ৯ জানুয়ারি (শনিবার) বেলা ৩টা ১৫ মিনিটে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান রাজশাহী বিমানবন্দরে অবতরণের সময় চাকা ফেটে যায়।
বিমানবন্দরের কর্তৃপক্ষ জানায়, প্রশিক্ষক ও শিক্ষার্থী উভয়ই নিরাপদে বেরিয়ে আসেন।

অতীতের আরও কিছু নজির
২০১৫ সালের ১ এপ্রিল: রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে প্রশিক্ষণার্থী পাইলট তামান্না রহমান নিহত হন।

২০১৭ সালের ২৭ ডিসেম্বর: সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বিমানবাহিনীর দুটি ইয়াক-১৩০ বিমান কক্সবাজারের মহেশখালী এলাকায় বিধ্বস্ত হয়।

২০১৮ সালের ১ জুলাই: রাত ৯টা ৬ মিনিটে যশোর বিমানবন্দরের পশ্চিম পাশে বাউর এলাকায় বিমানবাহিনীর একটি কে-৮ডব্লিউ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে।